যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দুবাইয়ে ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেসে ঐতিহাসিক ইউপিআই – ইউপিইউ সংযুক্তিকরণের সূচনা করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Posted On: 09 SEP 2025 11:29AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর, ২০২৫ 

 

কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া আজ দুবাইয়ে ২৮তম ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেসে ইউপিআই – ইউপিইউ সংযুক্তিকরণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই যুগান্তকারী উদ্যোগ বিশ্বব্যাপী আন্তঃসীমান্ত পেমেন্টের সুবিধা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবে। 
ডাক বিভাগ,  এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড (এনআইপিএল) এবং ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রণীত এই উদ্যোগের মাধ্যমে ভারতের ইউপিআই এবং ইউপিইউ – এর সংযুক্তিকরণ হয়েছে। ইন্টার কানেকশন প্ল্যাটফর্ম – এর মাধ্যমে এই সংযুক্তিকরণ ইউপিআই’কে অনেক বেশি গতিশীল ও সাশ্রয়ী করে তুলবে। 
অনুষ্ঠানে শ্রী সিন্ধিয়া বলেন, এই সংযুক্তিকরণের ঘটনাকে একটি প্রযুক্তির ব্যবহারিক সূচনার থেকেও বড় করে দেখা দরকার এর সামাজিক প্রভাব কতখানি। ইউপিআই ব্যবস্থায় গতি সঞ্চারের অর্থ হ’ল – আন্তঃসীমান্তে বসবাসকারী পরিবারগুলির মধ্যে কম খরচে নিরাপদ ও দ্রুত অর্থ হস্তান্তরের প্রক্রিয়াকে সহজ করে তোলা। এই পরিকাঠামো গড়ে তোলার অর্থ বৃহত্তর মানবতার প্রসার বলেও তিনি জানান। 
ডাক পরিষেবা ব্যবস্থাকে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা নিয়ে সরকারি দৃষ্টিভঙ্গির উপর আলোকপাত করে তিনি বলেন, নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী এই আর্থিক পরিষেবা ব্যবস্থা প্রত্যেক পরিযায়ীর কাছে আর্থিক পরিষেবাকে পৌঁছে দেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার পথ ধরে বিকশিত ভারত – এর লক্ষ্য পূরণে ভারতীয় ডাক বিভাগ বৃহত্তর এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়ার এক শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে প্রমাণিত। তিনি বলেন, আধার – জন ধন এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক – এর মাধ্যমে ৫৬ কোটি আমানত তৈরি হয়েছে। এর অধিকাংশই মহিলাদের নামে। 
তিনি ই-কমার্স এবং ডিজিটাল পেমেন্ট প্রসারের লক্ষ্যে আরও বেশি করে প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগাতে ১ কোটি ডলার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসঙ্গে তিনি, ইউপিইউএ – এর কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং পোস্টাল অপারেশন কাউন্সিল – এ ভারতের প্রার্থী পদের কথাও ঘোষণা করেছেন।

 

SC/AB/SB


(Release ID: 2164931) Visitor Counter : 2