শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্যানুসারে ভারতে বেকারত্বের হার ২ শতাংশ; জি-২০গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সর্বনিম্ন: ডঃ মনসুখ মান্ডভিয়া
Posted On:
08 SEP 2025 3:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান এবং যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডঃ মান্ডভিয়া বলেছেন, ভারতে বেকারত্বের হার ২ শতাংশ, যা জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে কর্মসংস্থানের প্রকৃতি সংক্রান্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনটি উদ্ধৃত করে তিনি বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশের সঙ্গে তাল মিলিয়ে কর্মসংস্থানের প্রসার ঘটছে। বিভিন্ন সরকারি প্রকল্প এক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করেছে।
নতুন দিল্লিতে আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সঙ্গে ‘মেন্টর টুগেদার’ এবং ‘ক্যুইকার’ – এর এক সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুবদের কর্মসংস্থানের সুযোগ প্রসারের লক্ষ্যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (এনসিএস) পোর্টাল নিয়ে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডঃ মান্ডভিয়া বলেন, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্ল্যাটফর্মে প্রায় ৫২ লক্ষ নথিভুক্ত কর্মদাতা রয়েছেন। চাকরি প্রার্থীর সংখ্যা ৫ কোটি ৭৯ লক্ষ এবং ৭ কোটি ২২ লক্ষ শূন্যপদ রয়েছে। এই পোর্টাল বিভিন্ন পেশা-ভিত্তিক শূন্য পদের তালিকা তুলে ধরে দ্রুত তা পূরণে নির্ণায়ক ভূমিকা পালন করছে। বর্তমানে এই পোর্টালেই ৪৪ লক্ষেরও বেশি জরুরি-ভিত্তিক শূন্য পদ পূরণের তথ্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, মন্ত্রক আমাজন, সুইগি সহ ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এতে প্রায় ৫ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
যুবসম্প্রদায়ের কর্মসংস্থান দ্রুত প্রসারের লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করে ৫টি প্রথম সারির প্রকল্প নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার উল্লেখ করে তিনি বলেন আগামী দু’বছরের মধ্যে ৩ কোটি ৫০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি এর মূল লক্ষ্য। মুদ্রা এবং পিএম স্বনিধির মতো যোজনা উদ্যোগ ও স্বনিযুক্তির প্রসার ঘটাচ্ছে। তিনি বলেন, আগামী দিনে দেশে যুব সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে বলেন, এনসিএস পোর্টাল ডিজিটাল পথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এতে কাজের শূন্য পদের সঙ্গে সঙ্গতি বিধান করে উপযুক্ত পরামর্শ এবং দক্ষতা প্রণয়নের কাজ একই জায়গায় করা হচ্ছে বলে তিনি জানান।
‘মেন্টর টুগেদার’ এবং ‘ক্যুইকার’ – এর মতো সংগঠনের সঙ্গে মন্ত্রকের সমঝোতাপত্র কর্মপ্রার্থী এবং বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের মধ্যে এক সেতুবন্ধ হিসেবে কাজ করবে।
SC/AB/SB
(Release ID: 2164930)
Visitor Counter : 2