প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গায়ানার প্রেসিডেন্টকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 06 SEP 2025 9:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর ২০২৫

 

গায়ানার সাধারণ ও আঞ্চলিক নির্বাচনে অনন্য সাফল্যের জন্য প্রেসিডেন্ট ইরফান আলিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

 এক্স পোস্টে এক বার্তায় তিনি বলেছেন:

"সাধারণ এবং আঞ্চলিক নির্বাচনে অসাধারণ সাফল্যের জন্য প্রেসিডেন্ট ইরফান আলিকে আন্তরিক অভিনন্দন। দুই দেশের মানুষের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধনের ওপর গড়ে ওঠা ভারত - গায়ানার অংশীদারিত্বকে আরও মজবুত করার দিকে তাকিয়ে রয়েছি।"

@presidentaligy

 


SC/MP/AS


(Release ID: 2164481) Visitor Counter : 2