রাষ্ট্রপতিরসচিবালয়
শিক্ষক দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা
Posted On:
04 SEP 2025 6:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসের প্রাক্কালে সারা দেশের শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন
নিজের বার্তায় রাষ্ট্রপতি বলেছেন—
“শিক্ষক দিবস উপলক্ষে আমি দেশের সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি মহান শিক্ষাবিদ, দার্শনিক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনও বটে। তিনি সমগ্র জাতির জন্য এক অনন্য প্রেরণার উৎস। আমি এই সুযোগে তাঁকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।”
রাষ্ট্রপতি আরও বলেছেন—
“শিক্ষকরা আমাদের সমাজের পথপ্রদর্শক এবং আমাদের জাতির ভবিষ্যৎ নির্মাতা। প্রজ্ঞা, জ্ঞান ও মূল্যবোধের মাধ্যমে তাঁরা প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীদের চিন্তাধারার বিকাশ ঘটান এবং তাদেরকে উৎকর্ষ ও উদ্ভাবনের পথে চালিত করেন। ভারত একটি উন্নত জাতি হওয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে, সেই প্রেক্ষাপটে দায়িত্বশীল, জ্ঞানসম্পন্ন ও দক্ষ নাগরিক গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতীয় শিক্ষা নীতি ২০২০ শিক্ষকদের ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।”
“আসুন, আমরা সকলে মিলে এমন একটি সহায়ক পরিবেশ গড়ে তুলি যেখানে শিক্ষকদের যথাযোগ্য সম্মান দেওয়া হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা, সহমর্মিতা ও উদ্ভাবনের বিকাশ ঘটবে।”
“আমি আবারও সমগ্র শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানাই। আমার আন্তরিক কামনা এই যে আমাদের শিক্ষকরা এমন প্রজ্ঞাবান ছাত্রছাত্রী গড়ে তুলবেন, যারা ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
রাষ্ট্রপতির বার্তাটি পড়ার জন্য এখানে ক্লিক করুন:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc202594628301.pdf
SC/PK.
(Release ID: 2164032)
Visitor Counter : 2