স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জম্মুর বৃষ্টি, বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করলেন

Posted On: 01 SEP 2025 5:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জম্মুর বৃষ্টি, বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করেছেন। তিনি মঙ্গু চক গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলেন। বিক্রম চকের তাউই ব্রিজ, শিবমন্দির এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলিও ঘুরে দেখেন তিনি।

পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রীর পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠকে জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল শ্রী মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী শ্রী ওমর আবদুল্লাহ এবং কেন্দ্রীয় ও কেন্দ্রশাসিত অঞ্চলের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে শ্রী শাহ বলেন, এই সঙ্কটের প্রহরে প্রথম থেকেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ভারত সরকার সর্বশক্তি দিয়ে উদ্ধারের কাজ চালিয়েছে। সব সংস্থার সর্বতো প্রয়াসে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমানো গেছে এবং সুসমন্বিত উদ্যোগের মাধ্যমে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। 

শ্রী শাহ বলেন, পূর্বাভাস সংক্রান্ত সমস্ত অ্যাপের নির্ভুলতা এবং তৃণমূল স্তরে তা কতটা পৌঁছচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার। সমালোচনামূলক এই বিশ্লেষণের মাধ্যমে আমাদের ব্যবস্থাপনার উন্নয়ন ঘটলে তবেই আমরা এমন এক পর্যায়ে পৌঁছতে পারব, যেখানে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানিত সংখ্যা শূন্যে নেমে আসবে। তিনি জিএলওএফ আর্লি ওয়ার্নিং সিস্টেমের বিশ্লেষণমূলক পর্যালোচনার ওপর জোর দেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আবহাওয়া দপ্তর এবং এনডিএমএ-কে যৌথভাবে মেঘভাঙা বৃষ্টি এবং মেঘে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ে সমীক্ষা করতে হবে। বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উপযুক্ত সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন করতে হবে। এক্ষেত্রে তথ্য বিশ্লেষণ ও কৃত্রিম মেধার প্রয়োগে সাহায্য করবে স্বরাষ্ট্র দপ্তর। ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত রেশনের ব্যবস্থা করতে ভারতীয় খাদ্য নিগমকে নির্দেশ দেন তিনি। 

শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের সমীক্ষা দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে ক্ষতির পরিমাণ নিরূপণ করবে এবং সেই অনুযায়ী সহায়তা দেওয়া হবে। দু-একদিনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসনের আধিকারিকদের মধ্যে এই নিয়ে বৈঠক হবে। জল সরবরাহ ও স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষ নজর দিতে তিনি স্বাস্থ্য ও জল সরবরাহ দপ্তরকে নির্দেশ দেন। সেনাবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও বায়ুসেনার মেডিকেল ইউনিট ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে চিকিৎসা পরিষেবা দেবে বলে তিনি জানান। 

শ্রী শাহ বলেন, জম্মু-কাশ্মীর প্রাকৃতিক বিপর্যয় প্রবণ হওয়ায়, কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে ২০৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে, ত্রাণের কাজ দ্রুত শুরু হতে পেরেছে। 

কেন্দ্রীয় সরকার এবং জম্মু-কাশ্মীরের বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সময়মতো সতর্ক করায় প্রাণহানি ন্যূনতম করা সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, কেন্দ্রশাসিত অঞ্চল বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য বাহিনীগুলি সতর্ক ছিল। হেলিকপ্টারও তৈরি রাখা হয়েছিল। 

শ্রী শাহ জানান, স্থানীয় মানুষের সম্পত্তির যে ক্ষতি হয়েছে তার মূল্যায়ন করা হচ্ছে। যত শীঘ্র সম্ভব তাঁদের অর্থ সাহায্য করা হবে। প্রাকৃতিক বিপর্যয়ে যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা গেছে। মানুষজন বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন। স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। যেসব গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ৫ হাজারেরও বেশি মানুষকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দল এবং সেনাবাহিনীর ২৩টি কলাম ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়েছে। এই কাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনা, কেন্দ্রশাসিত অঞ্চল বিপর্যয় মোকাবিলা বাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। 

শ্রী শাহ বলেন, সঙ্কটের এই প্রহরে ভারত সরকার সর্বতোভাবে জম্মু-কাশ্মীরের মানুষের পাশে রয়েছে। তাঁদের দ্রুত ত্রাণ, আর্থিক সাহায্য এবং কারিগরি সহায়তা দেওয়া হবে।

 

SC/SD/DM.


(Release ID: 2163002) Visitor Counter : 2