রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

স্কোপ এমিনেন্স পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি

Posted On: 29 AUG 2025 2:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০২৫ 

 

নতুন দিল্লিতে আজ স্কোপ এমিনেন্স পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ভাষণে তিনি বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মাননা। এক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত, প্রযুক্তিগত এবং ন্যায়গত বিষয়গুলি বিবেচনা করা হয়। 
সামাজিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক বিকাশে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপতি। এই সংস্থাগুলির কাজের ধরণ সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়ে চলেছে বলে তিনি উল্লেখ করেন। ভারসাম্য-যুক্ত বিকাশে এই সংস্থাগুলির বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করিয়ে দেন। আত্মনির্ভর ভারত কিংবা মেক ইন ইন্ডিয়া’র মতো কর্মসূচিতে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিশেষ অবদান রেখেছে বলে তাঁর মন্তব্য। অপারেশন সিঁদুর – এর সময়ে অত্যন্ত কার্যকরি প্রমাণিত হওয়া বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাপনা নির্মাণে এই সংস্থাগুলির ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপতি। ২০৪৭ সাল নাগাদ বিকাশিত ভারত গঠনের যাত্রায় কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিশেষ ভূমিকা নেবে বলে তিনি প্রত্যয়ী। 
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/aug/doc2025829623201.pdf

 

SC/AC/SB


(Release ID: 2161831) Visitor Counter : 15