প্রধানমন্ত্রীরদপ্তর
ইন্ডিয়া এনার্জি উইক উপলক্ষে প্রধানমন্ত্রীর মন্তব্য
Posted On:
11 FEB 2025 11:35AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, রাষ্ট্রদূতেরা, বিশিষ্ট সিইও, সম্মানিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গন,
দেশের নানা প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইন্ডিয়া এনার্জি উইক-এ যোগ দিতে যশোভূমিতে উপস্থিত সকলকে আমার প্রণাম ও শুভেচ্ছা। আপনারা শুধু এই এনার্জি উইকের অংশগ্রহণকারী নন, বরং ভারতের শক্তি-স্বপ্ন ও আকাঙ্ক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। বিশেষত, বিদেশ থেকে আসা অতিথিদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
আজ বিশ্বের প্রতিটি বিশেষজ্ঞ বলছেন—একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী। ভারত কেবল নিজের উন্নয়ন নয়, বিশ্বের উন্নয়নেও চালিকাশক্তি হয়ে উঠছে। আর এই যাত্রায় শক্তি খাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের শক্তি-স্বপ্ন পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে—আমাদের সম্পদ, উদ্ভাবনী চিন্তা, অর্থনৈতিক শক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি। এই সব উপাদান আজ ভারতের শক্তি খাতে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
বন্ধুগণ,
আগামী দুই দশক বিকশিত ভারত-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরে আমরা একাধিক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করব। ২০৩০ সালের মধ্যেই আমাদের অনেক শক্তি-লক্ষ্য পূরণ করার জন্যে নির্ধারিত হয়েছে। যেমন—৫০০ গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি, ভারতীয় রেলের কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য, বছরে ৫০ লক্ষ মেট্রিক টন সবুজ হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য। এই লক্ষ্যগুলি উচ্চাভিলাষী মনে হলেও গত এক দশকে আমাদের সাফল্যই আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
গত ১০ বছরে ভারত বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। সৌরশক্তি উৎপাদনের ক্ষমতা বেড়েছে ৩২ গুণ। আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদক দেশ। অ-জীবাশ্ম জ্বালানির ক্ষমতা তিনগুণ হয়েছে। ভারত ছিল প্রথম জি-২০ দেশ, যে প্যারিস চুক্তির লক্ষ্য সময়ের আগেই পূর্ণ করেছে। ইথানল মিশ্রণের উদাহরণ আজ তার উজ্জ্বল প্রমাণ। বর্তমানে ভারত ১৯ শতাংশ ইথানল মিশ্রণ করছে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষকদের আয় বৃদ্ধি এবং কার্বন নির্গমন হ্রাস করেছে। আমরা ২০২৫ সালের অক্টোবরের আগেই ২০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছি। ভারতের জৈব-ইন্ধন শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স গঠিত হয়েছে এবং এতে ইতিমধ্যেই ২৮টি দেশ ও ১২টি আন্তর্জাতিক সংস্থা যুক্ত হয়েছে।
বন্ধুগণ,
ভারত তার হাইড্রোকার্বন সম্পদকে পুরোপুরি কাজে লাগাতে লাগাতার সংস্কার চালাচ্ছে। আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম রিফাইনিং হাব এবং এই ক্ষমতা আরও ২০ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। সরকারের নীতি সংস্কারের ফলে নতুন গ্যাস অনুসন্ধান, উৎপাদন ও পাইপলাইন পরিকাঠামোর প্রসার ঘটছে। এর ফলে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ছে এবং এতে নতুন বিনিয়োগের সুবিশাল সুযোগ তৈরি হয়েছে।
ভারত আজ মেক ইন ইন্ডিয়া-র ওপর জোর দিচ্ছে। গত দশ বছরে সৌর পিভি মডিউল উৎপাদন ক্ষমতা ২ গিগাওয়াট থেকে প্রায় ৭০ গিগাওয়াটে পৌঁছেছে। উৎপাদন-সংযুক্ত প্রণোদনা (PLI) প্রকল্প এই খাতকে আরও আকর্ষণীয় করেছে। ব্যাটারি উৎপাদন ও স্টোরেজেও বিপুল সম্ভাবনা রয়েছে। ভারত দ্রুত ইলেকট্রিক বাহনের দিকে এগোচ্ছে। এ বছরের বাজেটে সবুজ শক্তিকে সমর্থন করতে একাধিক ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজের ওপর শুল্ক হ্রাস, ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন-এর সূচনা এবং অ-লিথিয়াম ব্যাটারি ইকোসিস্টেম গড়ে তোলা সেই পদক্ষেপের অংশ।
বন্ধুগণ,
আমরা জনগণকেও শক্তি উৎপাদনের অংশীদার করে তুলেছি। গত বছর চালু হওয়া পিএম সূর্যঘর মুফ্ত বিদ্যুৎ যোজনা শুধু বিদ্যুৎ উৎপাদনের সীমায় আবদ্ধ নয়। এটি নতুন দক্ষতা তৈরি করছে, একটি নতুন ইকোসিস্টেম গড়ে তুলছে এবং আপনাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করছে।
ভারত প্রতিশ্রুতিবদ্ধ—আমাদের উন্নয়নকে গতিশীল করার পাশাপাশি প্রকৃতিকেও সমৃদ্ধ করার শক্তির সমাধান আমরা বিশ্বকে দেব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ইন্ডিয়া এনার্জি উইক সেই পথেই আমাদের এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ।
SC/TM
(Release ID: 2160172)
Visitor Counter : 7
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam