লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

সভায় পরিকল্পিতভাবে ব্যাঘাত ঘটানোয় বেদনা প্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ

Posted On: 21 AUG 2025 4:08PM by PIB Kolkata

 নয়াদিল্লি,  ২১ অগাস্ট, ২০২৫

 

অষ্টাদশ লোকসভার পঞ্চম অধিবেশন যা শুরু হয়েছিল ২১ জুলাই ২০২৫, আজ তার সমাপ্তি হল। 

অধিবেশনের শেষদিনে সমাপ্তি ভাষণে শ্রী ওম বিড়লা সভায় লাগাতার এবং পরিকল্পিত ব্যাঘাত ঘটানোয় বেদনা প্রকাশ করেছেন। লোকসভা বা সংসদ চত্বরে স্লোগান, প্ল্যাকার্ড প্রদর্শন এবং পরিকল্পিতভাবে ব্যাঘাত ঘটানোয় সংসদীয় কাজকর্মের মর্যাদার হানি হয় জানিয়ে শ্রী বিড়লা বলেছেন যে, সাধারণ মানুষের তাদের প্রতিনিধিদের কাছ থেকে বিরাট প্রত্যাশা রয়েছে এবং সেইজন্য তাদের উচিত তাদের সময়টুকু জনস্বার্থ সম্পর্কিত বিষয় ও সমস্যা এবং গুরুত্বপূর্ণ বিল নিয়ে গুরুত্ব সহকারে সদর্থক আলোচনায় ব্যয় করা। 

অধ্যক্ষ বলেছেন যে, অধিবেশন চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের যথেষ্ট সুযোগ দিয়েছেন সবাইকে বলবার এবং গুরুত্বপূর্ণ আইন ও জনস্বার্থ বিষয়ে আলোচনা করার জন্য। তবে, সভায় যে লাগাতার অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দুর্ভাগ্যজনক বলে তিনি দুঃখপ্রকাশ করেছেন। তিনি সভায় স্লোগান দেওয়া এবং ব্যাঘাত ঘটানো এড়িয়ে গুরুত্ব সহকারে এবং অর্থপূর্ণ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন।  

তিনি বলেছেন, বর্ষাকালীন অধিবেশনে যে ধরনের ভাষা এবং আচরণ প্রকাশ পেয়েছে তা সংসদীয় রীতিনীতির সঙ্গে মানানসই নয়। তিনি সভাকে মনে করিয়ে দিয়েছেন যে, সভার ভিতরে-বাইরে সদস্যদের ভাষা সবসময় হওয়া উচিত সংযমী এবং মর্যাদাপূর্ণ। সদস্যদের কাজ এবং ব্যবহার দেশ এবং বিশ্বের কাছে যাতে উদাহরণ হয়ে ওঠে তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি। 

শ্রী বিড়লা জানিয়েছেন যে, ৪১৯টি তারকা চিহ্নিত প্রশ্ন অধিবেশনের কর্মসূচিতে তালিকাভুক্ত ছিল কিন্তু পরিকল্পিত ব্যাঘাত ঘটানোর কারণে মাত্র ৫৫টি প্রশ্ন মৌখিক জবাবের জন্য নেওয়া গেছে। যদিও সভার শুরুতে সব দল সিদ্ধান্ত নিয়েছিল যে, অধিবেশনে ১২০ ঘণ্টা আলোচনা এবং বিতর্ক হবে এবং কার্য উপদেষ্টা কমিটিও তাতে সম্মত ছিল কিন্তু লাগাতার অচলাবস্থা এবং পরিকল্পিত ব্যাঘাত ঘটানোর কারণে সভা এই অধিবেশনে মাত্র ৩৭ ঘণ্টা কাজ করতে পেরেছে। শ্রী বিড়লা আরও জানান যে, অধিবেশনে ১৪টি সরকারী বিল পেশ হয়েছে এবং ১২টি বিল পাশ হয়েছে। 

শ্রী বিড়লা জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনা শুরু হয় ২৮ জুলাই ২০২৫, এবং সমাপ্ত হয় ২৯ জুলাই ২০২৫ প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের সঙ্গে। ১৮ অগাস্ট ২০২৫-এ ভারতের মহাকাশ কর্মসূচির সাফল্য নিয়ে বিশেষ আলোচনার সূচনা হয় বলে জানিয়েছেন শ্রী বিড়লা।  

 

SC/ AP /AG


(Release ID: 2159178)