রাষ্ট্রপতিরসচিবালয়
ভারতের রাষ্ট্রপতি অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক পর্বের উদ্বোধনে উপস্থিত ছিলেন
प्रविष्टि तिथि:
14 AUG 2025 4:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (১৪ অগাস্ট, ২০২৫) তারিখে অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক পর্ব ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অমৃত উদ্যানের এই গ্রীষ্মকালীন বার্ষিক পর্বের ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত উদ্যানটি জনসাধারণের জন্য খোলা থাকবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্যান খোলা থাকবে। উদ্যানে প্রবেশ করার শেষ সময় হল বিকেল ৫.১৫ মিনিট। রক্ষণাবেক্ষণের জন্য প্রতি সোমবার উদ্যান বন্ধ থাকবে।
প্রবেশের জন্য নিবন্ধন বাধ্যতামূলক। বিনামূল্যেই তা করা যাবে। দর্শনার্থীরা রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট https://visit.rashtrapatibhavan.gov.in/ -এ তাঁদের স্লট বুক করতে পারবেন। রাষ্ট্রপতি ভবনের ৩৫ নম্বর গেট দিয়ে এই উদ্যানে প্রবেশ করা যাবে। উদ্যানের ভিতর দর্শনার্থীরা মোবাইল ফোন, ইলেক্ট্রনিক চাবি, পার্স, হ্যান্ডব্যাগ, জলের বোতল, শিশুর দুধের বোতল এবং ছাতা নিয়ে যেতে পারবেন। এছাড়া অন্যকোনও জিনিস নিয়ে প্রবেশের অনুমতি নেই।
SC/PM/NS…
(रिलीज़ आईडी: 2156561)
आगंतुक पटल : 14