যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিএসএনএল মোবাইল গ্রাহকদের জন্য নেটওয়ার্ক স্তরের অ্যান্টি স্প্যাম সক্রিয় করেছে, এসএমএস-এ থাকা ক্ষতিকারক লিঙ্কগুলি ডেলিভারির আগে ব্লক করা হয়

Posted On: 14 AUG 2025 1:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪  অগাস্ট, ২০২৫


বিএসএনএল মোবাইল গ্রাহকদের জন্য দেশব্যাপী নেটওয়ার্ক সাইট অ্যান্টি স্প্যাম এবং অ্যান্টি স্মিশিং সুরক্ষা চালুর কথা ঘোষণা করেছে। এর জন্য কোনও অ্যাপ ইনস্টল করতে হবে না বা কোনও সেটিংসও পরিবর্তন করতে হবে না। এসএমএস-এ সন্দেহজনক ইউআরএলগুলি শনাক্ত করে নেটওয়ার্কের প্রান্তে আটকে রাখা হয়। জাল লিঙ্কগুলি বিএসএনএল ব্যবহারকীদের কাছে পৌঁছতে দেওয়া হয় না। 

নো স্প্যাম সলিউশনের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে :

    প্রতিদিন ১০ লক্ষ ৫০,০০০-এর বেশি জালিয়াতি শনাক্ত করে
    প্রতি মাসে ৩৫,০০০-এর বেশি প্রতারণামূলক লিঙ্ক এবং ৬০,০০০ প্রতারণামূলক হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নম্বর শনাক্ত করে

আপনি যদি বিএসএনএল-এর গ্রাহক হন, তাহলে মেসেজ ডেলিভারির সময় ক্ষতিকারক লিঙ্কযুক্ত এসএমএসগুলি নিজে থেকেই ব্লক হয়ে যায়। এর ফলে শংসাপত্র চুরি বা পেমেন্ট জালিয়াতির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 

আরও তথ্যের জন্য ১৮০০-১৮০-১৫০৩ অথবা http://www.bsnl.co.in/ -এ যোগাযোগ করুন। 

বিএসএনএল- ভারতকে নিরাপদে যুক্ত করে রাখে। 

 

SC/PM/NS


(Release ID: 2156421)