কৃষিমন্ত্রক
বিদেশী চাপ সত্ত্বেও বাণিজ্য চুক্তি নিয়ে সাহসী সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারত জুড়ে কৃষকরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন
प्रविष्टि तिथि:
12 AUG 2025 7:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ অগাস্ট, ২০২৫
কৃষক স্বার্থরক্ষায় কেন্দ্রীয় সরকারের সুদৃঢ় পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা ও সমর্থন প্রকাশ করতে দেশের বিভিন্ন প্রান্তের কৃষক সংগঠনের নেতা ও কৃষকরা আজ নতুন দিল্লির পুষা ক্যাম্পাসের সুব্রামণিয়ম হলে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহ্বানের সঙ্গে দেখা করেন। বৈঠকে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরী, কৃষি সচিব শ্রী দেবেশ চতুর্বেদী, আইসিএআই-এর মহানির্দেশক ডঃ এম এল জাট এবং বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কৃষক-বান্ধব এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা একবাক্যে প্রধানমন্ত্রীর প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতীয় কিষান সঙ্ঘের প্রতিনিধি শ্রী হরপাল সিং ডাগর, শ্রী ধর্মেন্দ্র মালিক, শ্রী ধর্মেন্দ্র চৌধুরী, শ্রী বীরেন্দ্র লোহান, শ্রী কিরপা সিং নথুওয়ালা, শ্রী কুলদীপ সিং বাজিদপুর, শ্রী বাবা রাজেন্দ্র সিং মালিক, শ্রী তরুণেশ শর্মা, শ্রী কে পি সিং থাইনুয়া, শ্রী আচার্য রামগোপাল ওয়ালিয়া, শ্রী বিনোদ আনন্দ, শ্রী রাজকুমার বালিয়ান, শ্রী অশোক বালিয়ান, শ্রী বিপিচন্দ্র আর প্যাটেল, শ্রী রামপাল জাট, শ্রী কৃষ্ণবীর চৌধুরী, শ্রী ভূপেন্দ্র সিং মান এবং শ্রী কে সাই রেড্ডি প্রধানমন্ত্রীকে তাঁর সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।
ইন্ডিয়ান ফার্মার চৌধুরী চরণ সিং অর্গানাইজেশনের জাতীয় সভাপতি ধর্মেন্দ্র চৌধুরী বলেন, “কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অত্যন্ত সাহসী বিবৃতি দিয়েছেন। ভারত কোনো মূল্যেই তার নিজের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। এই ঘোষণা দেশের লক্ষ লক্ষ খাদ্য সরবরাহকারীকে কেবল যে স্বস্তি দিয়েছে তাই নয়, কৃষি এবং গ্রামীণ ভারতে আত্মনির্ভরতার ভিত মজবুত করেছে। দূরদৃষ্টিসম্পন্ন কৃষক-বান্ধব এই ভাবনাকে আমরা সর্বান্তকরণে স্বাগত জানাই এবং সমর্থন করি। আগামী প্রজন্মের কাছে এই পদক্ষেপ প্রেরণার উৎস হয়ে থাকবে।”
ছত্তিশগড় ইউথ প্রগ্রেসিভ ফার্মার্স অ্যাসোসিয়েশনের বীরেন্দ্র লোহান বলেন, মার্কিন সংস্থাগুলিকে আমাদের কৃষি ও ডেয়ারি ক্ষেত্রে প্রবেশ করতে না দেওয়ার যে সাহসী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন, তা প্রতিটি কৃষিক্ষেত্র, গ্রাম ও গোশালায় প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বুঝিয়ে দিয়েছেন, যে ভারতীয় কৃষক শুধু খাদ্য সরবরাহকারীই নয়, তাঁরা জাতির আত্মা, যে আত্মাকে কোনো বিদেশী শক্তি কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, যতদিন দিল্লিতে বর্তমান নেতৃত্ব রয়েছে, ততদিন কোনো শক্তি ভারতীয় কৃষকদের কৃতদাসে পরিণত করতে পারবে না। জাল সার, বীজ ও কীটনাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানকে ধন্যবাদ জানান তিনি।
ধর্মেন্দ্র মালিক এই সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানান। সরকার যাতে নিজের অবস্থানে অটল থাকে সেই অনুরোধ জানান তিনি।
কিরপা সিং নাথুওয়ালা বলেন, “চুক্তিতে মার্কিন চাপের বিষয়টি নিয়ে আমরা খুব আশঙ্কিত ছিলাম। মার্কিন চাপ মেনে নিলে কৃষকরা ধ্বংস হয়ে যেতো। কিন্তু প্রধানমন্ত্রী এবং কৃষি মন্ত্রী কৃষকদের স্বার্থরক্ষায় কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এতে, পাঞ্জাব সহ সারা দেশের কৃষকরা গর্বে ভরে উঠেছেন। আমি সব নাগরিক, কৃষক ও ব্যবসায়ীদের বলছি – আমেরিকা যাই বলুক না কেন, তাতে আমাদের কোনো ক্ষতি হবে না। কৃষিমন্ত্রী আপনাকে অভিনন্দন, দেশের কৃষকরা আপনার পাশে রয়েছে।”
পাঞ্জাবের কুলদীপ সিং বাজিদপুর প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর প্রশংসা করে বলেন, সরকার কৃষক কল্যাণে বহু পদক্ষেপ নিচ্ছে, এতে কৃষকদের জীবন বদলে যাচ্ছে।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহ্বান বলেন, কৃষকদের এই সমাবেশ ভারতের এক ক্ষুদ্র সংস্করণের চেহারা নিয়েছে। কৃষকদের কুর্নিশ জানিয়ে তিনি বলেন, এই কৃষকরা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য উদয়াস্ত কঠোর পরিশ্রম করেন। কৃষকরা শুধু অন্নদাতা নন, তাঁরা জীবনদাতা। কৃষক কল্যাণকে তিনি ঈশ্বরের উপাসনা বলে মনে করেন।
শ্রী চৌহ্বান জানান, যারা জাল সার ও রাসায়নিক তৈরি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকার খুব শীঘ্রই একটি নতুন আইন প্রণয়ন করবে। কৃষক কল্যাণে বিভিন্ন প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবেমাত্র গতকালই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় রাজস্থানের ঝুনঝুনু থেকে বীমার ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রীর “দেশ প্রথম” সংকল্পের উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, পহেলগাঁও জঙ্গী হামলার পর সিন্ধু জলচুক্তি বাতিল করাও ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এজন্য সারা দেশ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময়েই শক্তিশালী, সাহসী এবং দেশকেন্দ্রিক সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য সারা দেশ তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2156019)
आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam