জাহাজচলাচলমন্ত্রক
লোকসভায় গৃহীত ভারতীয় বন্দর বিল ২০২৫
Posted On:
12 AUG 2025 4:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ অগাস্ট, ২০২৫
লোকসভায় ভারতীয় বন্দর বিল, ২০২৫ গৃহীত হয়েছে। প্রস্তাবিত এই আইনের ফলে দেশের বন্দরগুলির প্রশাসনিক ব্যবস্থাপনার আধুনিকীকরণ, বাণিজ্যের প্রসার এবং সমুদ্র পরিসর ব্যবহারের ক্ষেত্রে দেশের দক্ষতা আরও অনেক বৃদ্ধি পাবে। ঔপনিবেশিক আমলের নিয়ম বিধির পরিবর্তে এই বিল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বনির্ভরতার উদ্যোগকে জোরদার করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।
১৯০৮ সালের ভারতীয় বন্দর আইনের জায়গা নেবে জাহাজ চলাচল মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের পেশ করা এই বিল। এর লক্ষ্য – বন্দরের কাজকর্ম সহজতর ও ডিজিটাইজড করে ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ নিশ্চিত করা। দূষণ নিয়ন্ত্রণ এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তোলার সংস্থান রয়েছে এই বিলে। স্বচ্ছ শুল্ক নীতি এবং বিনিয়োগ কাঠামোর মাধ্যমে প্রতিযোগিতার বাজারে বন্দরগুলিকে আরও সক্ষম করে তোলাও এই বিলের লক্ষ্য। ভারতীয় বন্দর বিল ২০২৫ পণ্য চলাচলে গতি এনে লজিটিক্স – এর খরচ কমাবে। কর্মসংস্থানের প্রসার এবং বন্দরগুলিকে ঘিরে নানাধরনের শিল্প গড়ে তোলাও সম্ভব হবে এর ফলে। বন্দর কর্তৃপক্ষের হাতে আরও ক্ষমতা প্রদান এবং দায়বদ্ধতার দিকগুলিও এই বিলে গুরুত্ব পেয়েছে।
SC/AC/SB
(Release ID: 2155947)
Visitor Counter : 11
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Odia
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam