পরিবেশওঅরণ্যমন্ত্রক
তামিলনাড়ু কোয়েম্বাটুরে ১২ আগষ্ট বিশ্ব হাতি দিবস ২০২৫-এর উদযাপন
Posted On:
11 AUG 2025 1:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ আগষ্ট, ২০২৫
কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক তামিলনাড়ুর বন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে ১২ আগষ্ট বিশ্ব হাতি দিবস উদযাপন করবে। বার্ষিক এই অনুষ্ঠানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রাণী হাতির দীর্ঘস্থায়ী জীবনধারণ সুনিশ্চিত করতে সক্রিয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তা এক বৈশ্বিক দায়বদ্ধতা স্বরূপ।
ভারতে বিশ্বের প্রায় ৬০ শতাংশ বন্য হাতির বাস। ভারতে হাতি করিডর নিয়ে ২০২৩-এর রিপোর্ট অনুযায়ী ৩৩টি হাতি সংরক্ষণ বনাঞ্চল এবং ১৫০ টি চিহ্নিত করিডর রয়েছে। বিস্তৃত আইনি রক্ষাকবচ, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিপুল জনসমর্থনের মধ্যে দিয়ে মানব কল্যাণের পাশাপাশি বন্য প্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও ভারত বিশ্ব নেতৃত্বের জায়গায় চিহ্নিত। হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসেবে মর্যাদা দেওয়া হয় এবং তা দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। তামিলনাড়ু পরিবেশগত এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পন্ন এমন এক রাজ্য যেখানে হাতির সংখ্যা উল্লেখযোগ্য। মানুষে হাতিতে সংঘর্ষ নিরাময়েও এ রাজ্য এর গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে আসছে। কোয়েম্বাটুরের এই অনুষ্ঠানে নীতি নির্ণায়ক,এ নাগরিক সমাজের প্রতিনিধি এবং বন্য প্রাণ বিশেষজ্ঞদের মধ্যে সংরক্ষণ সংক্রান্ত কৌশল সহ মানুষে জীবজন্তুর মধ্যে সংঘর্ষ নিরাময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনার এক মঞ্চ হিসেবে দেখা দেবে।
কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং এবং তামিলনাড়ুর বন এবং খাদি মন্ত্রী খিরু আর এস - রাজাকন্নাপ্পান সহ দফতরের পদস্থ আধিকারিক এবং রেলমন্ত্রকের তরফেও প্রতিনিধিরা অংশ নেবেন।
কোয়েম্বাটুরে এই উপলক্ষে আয়োজিত কর্মশালায় মূল আলোচ্য বিষয় হবে মানুষে হাতিতে সংঘর্ষ রোধ। এর প্রনিধানযোগ্য দিক কি হতে পারে এবং বিভিন্ন এলাকায় তার যথাযথ রূপায়ণ কি করে সম্ভব তার ওপরেও আলোকপাত করা হবে। প্রকল্প হাতি নিয়ে চলতি প্রয়াসের অঙ্গ হিসেবে আরো বেশি সক্রিয় জন অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্য প্রাণ সংরক্ষণের মতো জটিল বিষয়ের পাশাপাশি স্থানীয় নিরাপত্তার দিকটিও বিচার্য হয়ে দেখা দিচ্ছে।
জল এবং খাবারের প্রয়োজনে হাতিরা প্রায়শই লোকালয়ে চলে আসে এবং তাকে ঘিরে বিভিন্ন সমস্যাও দেখা দেয়। এই সমস্যা নিরাময়ের উদ্ভাবনী দিক কি হতে পারে এবং রাজ্যগুলির মধ্যে কি ভাবে সুসমন্বয় গড়ে তোলা সম্ভব তার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হবে। যৌথ গঠনমূলক এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে মানব কল্যাণের পাশাপাশি বন্য প্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও এক সমতা বিধান করা।
দেশব্যাপী এই সচেতনতামূলক প্রচারাভিযানে প্রায় ৫০০০ বিদ্যালয়ের ১২লক্ষ ছাত্র- ছাত্রীকে যুক্ত করা হবে। হাতিদের সংরক্ষণে দায়বদ্ধতা গড়ে তুলতে বিপুল জনসম্পর্ক অভিযান হাতে নেওয়া হয়েছে।
SC/AB /SG
(Release ID: 2155027)