প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১০ আগস্ট কর্ণাটক সফর করবেন

Posted On: 09 AUG 2025 2:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ আগস্ট, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ আগস্ট কর্ণাটক সফর করবেন। তিনি সকাল ১১টায় বেঙ্গালুরুর কে এস আর স্টেশন থেকে তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এরপর, ব্যাঙ্গালোর মেট্রোর ইয়েলো লাইনে ট্রেনের যাত্রার সূচনা করবেন। প্রধানমন্ত্রী নিজে আর ভি রোড (রাগিগুড্ডা) থেকে ইলেক্ট্রনিক সিটি পর্যন্ত মেট্রো রেল সফর করবেন। 

শ্রী মোদী বেলা ১টার সময় বেঙ্গালুরু শহরে যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি সেখানে একটি জনসভায় ভাষণও দেবেন। 

প্রধানমন্ত্রী আর ভি রোড (রাগিগুড্ডা) থেকে বোম্মাসান্দ্রার মধ্যে ইয়েলো লাইনের যাত্রার সূচনা করবেন। এটি বেঙ্গালোর মেট্রোর দ্বিতীয় পর্যায়। ১৯ কিলোমিটার দীর্ঘ রেলপথে ১৬টি স্টেশন রয়েছে। এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ৭,১৬০ কোটি টাকা। ইয়েলো লাইনের উদ্বোধনের ফলে বেঙ্গালুরুতে মেট্রো পরিষেবার মোট দৈর্ঘ্য হবে  ৯৬ কিলোমিটার। 

প্রধানমন্ত্রী ব্যাঙ্গালোর মেট্রোর তৃতীয় পর্যায়ের শিলান্যাস করবেন। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৫,৬১০ কোটি টাকা। ৪৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ৩১টি স্টেশন মাটির ওপরেই থাকবে। শহরের বসতি অঞ্চল, শিল্পাঞ্চল, বাণিজ্যিক এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে এই রেলপথ। 

শ্রী মোদী বেঙ্গালুরু থেকে তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। বেঙ্গালুরু থেকে বেলাগাভি, অমৃতসর থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এবং নাগপুর (আজনি) থেকে পুণের মধ্যে চলাচল করবে এই তিনটি ট্রেন। উচ্চগতির এই ট্রেনগুলি সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন ঘটাবে। আন্তর্জাতিক মানের এক রেল পরিষেবা পাবেন যাত্রীরা।   

 

SC/CB/DM


(Release ID: 2154786)