রেলমন্ত্রক
দীপাবলি ও ছট পুজোর সময় যাঁরা কর্মক্ষেত্র থেকে ৫ সপ্তাহের ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তাঁদের জন্য শুভ সংবাদ
Posted On:
09 AUG 2025 11:45AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ আগস্ট, ২০২৫
উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে এবং অতিরিক্ত ট্রেনের বোঝাকে যথাযথভাবে মোকাবিলা করতে ভারতীয় রেল পরীক্ষামূলকভাবে একটি বিশেষ প্রকল্পের পরিকল্পনা করেছে। ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ অন ডিসকাউন্টেড ফেয়ার’ প্রকল্পের আওতায় যেসব যাত্রীরা নির্ধারিত সময়ে যাওয়া-আসা করবেন, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে।
এই প্রকল্পের আওতায় যাঁরা একদিকের টিকিট কাটবেন, তাঁদের সবাইকে নির্ধারিত সময়ে একই দিনে ফিরতি টিকিটও কাটতে হবে। এই প্রকল্পে টিকিট কাটার সুযোগ পাওয়া যাবে ১৪ আগস্ট থেকে। ঐদিন ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাওয়ার টিকিট কাটতে হবে। ফেরার টিকিটের সময়কাল হতে হবে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। এই প্রকল্পের আওতায় যে টিকিট কাটা হবে তা সংরক্ষিত টিকিটের জন্য ৬০ দিনের মেয়াদের নিয়মের বাইরে থাকবে। যাওয়া ও আসা – দু’দিকেরই কনফার্মড টিকিটের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। যাওয়ার টিকিট এবং ফেরার টিকিটের শ্রেণী অভিন্ন হতে হবে। অর্থাৎ, কেউ যদি যাওয়ার সময় প্রথম শ্রেণীর টিকিট কাটেন, তাহলে ফেরার সময়েও তাঁকে প্রথম শ্রেণীর টিকিটিই কাটতে হবে। ফেরার টিকিটে মূল ভাড়ার ওপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। কেউ টিকিট বাতিল করলে তাঁকে টাকা ফেরত দেওয়া হবে না।
যেসব ট্রেনে ফ্লেক্সি ফেয়ার চলে, সেই ট্রেনগুলি ছাড়া বাকি সব ধরনের ট্রেনের ক্ষেত্রে এই প্রকল্পটি কার্যকর হবে। তবে, ট্রেনে ভ্রমণ করার জন্য কুপন, পাস অথবা পিটিও-র ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে না। ইন্টারনেটের মাধ্যমে অথবা বিভিন্ন বুকিং কাউন্টার থেকেই এই টিকিট কাটতে হবে। যদি রেল কারোর টিকিটকে উচ্চ শ্রেণীতে উন্নীত করে, তাহলে তাঁকে কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না।
SC/CB/DM
(Release ID: 2154784)