তথ্যওসম্প্রচারমন্ত্রক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ বেতার অনুষ্ঠানের সূচনা থেকে ৩৪ কোটি ১৩ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে
Posted On:
08 AUG 2025 5:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ আগস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানটি দেশের ইতিবাচক সংস্কারের বিভিন্ন উদাহরণ তুলে ধরার এক অনন্য মঞ্চ। দেশের উন্নয়ন যাত্রায় নাগরিকরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য এই অনুষ্ঠান।
প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, উদ্ভাবন এবং সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দের অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নেন। যুব সম্প্রদায়, কৃষক, মহিলা, হস্তশিল্পী, শিল্পোদ্যোগী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তৃণমূল স্তর থেকে যেসব উল্লেখযোগ্য উদ্যোগ নিয়ে থাকেন, সেগুলি এই অনুষ্ঠানে স্থান পায়। দেশের প্রত্যন্ত অঞ্চলের বৈচিত্র্যপূর্ণ নানা ঘটনা ‘মন কি বাত’-এর মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। ইতিহাসের পাতায় যেসব নায়করা ঠাঁই পাননি, তাঁদের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশ গঠনের কাজে ‘মন কি বাত’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিঃশব্দে গ্রহণ করেছে।
এই অনুষ্ঠানের সূচনা লগ্ন থেকে আকাশবাণী ৩৪ কোটি ১৩ লক্ষ টাকার রাজস্ব আয় করেছে। শ্রোতারা চিরাচরিত পদ্ধতি ছাড়াও ডিজিটাল মাধ্যমেও এই অনুষ্ঠান শুনে থাকেন। আকাশবাণী জাতীয় এবং আঞ্চলিক প্রচারকেন্দ্রগুলি থেকে এই অনুষ্ঠান সম্প্রচার করে। মূল অনুষ্ঠানের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যায়।
দূরদর্শন থেকেও অনুষ্ঠানটি জাতীয় এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র থেকে সম্প্রচার করা হয়। দূরদর্শনের চ্যানেলগুলি ছাড়াও ডিডি ফ্রি ডিশ থেকেও অনুষ্ঠান যায়। ডিডি ফ্রি ডিশ আকাশবাণীর ৪৮টি কেন্দ্রের অনুষ্ঠান এবং ৯২টি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করে। এই অনুষ্ঠান দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়।
শ্রোতারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও অনুষ্ঠান শুনে থাকেন। পিএমও ইন্ডিয়া, এআইআর সহ বিভিন্ন ইউটিউব চ্যানেল, প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও এই অনুষ্ঠানটি শোনা যায়। প্রসার ভারতীর সংবাদ সেবা বিভাগের পিবি শব্দ-এর মাধ্যমেও শ্রোতারা এই অনুষ্ঠানটি শুনে থাকেন। পাশাপাশি, ফেসবুক, ট্যুইটার, এক্স হ্যান্ডেল এবং ইন্সটাগ্রামের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমেও অনুষ্ঠানটি দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। শ্রোতারা এই অনুষ্ঠানের জন্য তাঁদের মতামত ও পরামর্শ MyGov পোর্টালের মাধ্যমে পাঠিয়ে থাকেন। এছাড়াও, ই-মেল বা নিঃশুল্ক নম্বরে তাঁরা তাঁদের বক্তব্য রেকর্ড করে পাঠান।
প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন স্কুল, গ্রাম পঞ্চায়েত, স্বনির্ভর গোষ্ঠী এবং অ-সরকারি সংগঠনগুলি নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান শোনবার ব্যবস্থা করে।
রাজ্যসভায় আজ এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এন মুরুগন।
SC/CB/DM
(Release ID: 2154640)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam