তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতীয় বিষয়বস্তু সৃজনকে উৎসাহ দিতে এবং বাড়িতে গল্প বলার ঐতিহ্য উদযাপনে প্রকাশন বিভাগ ছোটা ভীম কমিক সিরিজের আনুষ্ঠানিক প্রকাশ করলো
Posted On:
08 AUG 2025 3:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জুলাই, ২০২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রকাশন বিভাগ আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ছোটা ভীম কমিক সিরিজের আনুষ্ঠানিক প্রকাশ করলো। ভারতীয় বিষয়বস্তু সৃজনকে উৎসাহদান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংপৃক্ত গল্প তরুণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার প্রকাশন বিভাগ করেছে, তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে শিশুদের প্রিয় চরিত্র ছোটা ভিম-এর সৃজনশীল যাত্রা ও ভাবনা নিয়ে একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হয়।
প্রকাশন বিভাগের মুখ্য মহা নির্দেশক শ্রী ভূপেন্দ্র কাইন্থোলা বলেন, আমরা আমাদের শিশুদের যে গল্প বলি, তার ভারতীয় সংযোগ থাকা অত্যন্ত জরুরি। আমাদের দেশে দাদু-ঠাকুমারা ভারতীয় চরিত্র নিয়ে আমাদের গল্প বলে শোনান। তাই প্রকাশন বিভাগও এই ঐতিহ্যকে উপেক্ষা করতে পারেনি। আমরা আমাদের মাতৃভাষায় যত বেশি করে এইসব গল্প বলবো ও শুনবো, ততই আমাদের নতুন প্রজন্ম তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সম্পৃক্ত হবে। ভারতীয় গল্পগুলির মধ্যে মূল্যবোধ ও সাহসের বার্তা থাকায় তা সহজেই সব জায়গায় সমাদৃত হবে।
গ্রীন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে সহযোগিতায় তৈরি এই কমিক সিরিজে ভীমের নানা অভিযানের কথা বলা হয়েছে। ভীম কাল্পনিক রাজ্য ঢোলকপুরের এক সাহসী সহৃদয় ছেলে। তার মধ্যে অসাধারণ শক্তি, বন্ধুত্বের ভাব, সাহস, দলগত সংহতির চেতনা ও মূল্যবোধ রয়েছে। এর প্রেরণা এসেছে ভারতীয় সংস্কৃতি ও লোককথা থেকে।
গ্রীন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী শ্রী রাজীব চিলাকা বলেন, ভারত সরকার অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্ট, গেমিং ও কমিক্স-এ ভারতীয় বিষয়বস্তু সৃজনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওয়েভস-এর মতো বিভিন্ন প্রয়াস হাতে নেওয়া হচ্ছে। এই সহায়তা জারি থাকলে ভারত এইসব ক্ষেত্রে বিশ্বনেতা হয়ে উঠবে।
ছোটা ভীম কমিক সিরিজের আনুষ্ঠানিক প্রকাশে সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ওয়েভস শীর্ষ সম্মেলনেরই প্রতিধ্বনি শোনা গেল। ভারতের সৃজনশীল অর্থনীতিকে দেশীয় বিষয়বস্তুর মাধ্যমে আরও সমৃদ্ধ করার কথা বলা হল। এমন বিষয়বস্তু যা দেশের ঘরে ঘরে ছড়িয়ে রয়েছে এবং যার মধ্য দিয়ে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে।
SC/SD/NS
(Release ID: 2154349)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam