স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ই-ভিসা ব্যবস্থাপনা

Posted On: 05 AUG 2025 3:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২৫ 

 

বিদেশি পর্যটক, পেশাদার, দক্ষ কর্মী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য সুবিস্তৃত ভিসা পরিকাঠামো রয়েছে ভারতে। এই প্রণালীকে আরও স্বচ্ছ ও দক্ষ করে তুলতে চায় সরকার। 
এই লক্ষ্যে চালু করা হয়েছে ই-ভিসা। ২০১৪ সালের নভেম্বর মাসে চালু হওয়া এই ব্যবস্থার আওতায় প্রাথমিকভাবে ছিলেন ৪৩টি দেশের নাগরিক। বর্তমানে ১৭২টি দেশের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়। ৩২টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ৬টি বড় সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায়। ই-ভিসার ১৩টি ভাগ রয়েছে - ই-ট্যুরিস্ট, ই-বিজনেস, ই-মেডিকেল, ই-মেডিকেল অ্যাটেনডেন্ট, ই-কনফারেন্স, ই-আয়ুষ, ই-আয়ুষ অ্যাটেনডেন্ট, ই-স্টুডেন্ট, ই-স্টুডেন্ট এক্স, ই-ট্রানসিট, ই-মাউন্টেনিয়ারিং, ই-ফিল্ম এবং ই-এন্ট্রি। 
ই-ভিসা প্রক্রিয়াকরণ হয় সম্পূর্ণভাবে অনলাইনে। ভিনদেশী নাগরিকরা যে কোনও জায়গা থেকে আবেদন জানাতে পারেন। 
দু’বার প্রবেশের, ৩০ দিনের ই-ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে ২০১৯ সালে। এর জন্য ফি ধার্য হয়েছে ২৫ ডলার। পর্যটকের সমাগম যে সময়ে কম হয়, তখন এই ভিসার জন্য ধার্য ফি – এর পরিমাণ ১০ ডলার।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার। 

 

SC/AC/SB


(Release ID: 2152555)