রাষ্ট্রপতিরসচিবালয়
অমৃত উদ্যান ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে
Posted On:
02 AUG 2025 10:49AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৫
গ্রীষ্মকালীন দর্শনের জন্য অমৃত উদ্যান ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। এই সময়ে উদ্যানটি সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে। বিকেল ৫টা ১৫ মিনিটের পর উদ্যানে প্রবেশ করা যাবে না। রক্ষাণাবেক্ষণের জন্য সোমবার উদ্যানটি বন্ধ থাকবে।
২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবসে অ্যাথলিক ও ক্রীড়া ব্যক্তিত্ব এবং ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে শিক্ষকরা অমৃত উদ্যানে বিশেষ সুবিধা পাবেন।
নর্থ অ্যাভিনিউ রোডের সংলগ্ন ৩৫ নম্বর গেট দিয়ে উদ্যানে ঢোকা ও বেরনো যাবে। অমৃত উদ্যানে প্রবেশের জন্য কোন প্রবেশমূল্য লাগবে না। http://visit.rashtrapatibhavan.gov.in.-এই লিঙ্কে অনলাইনে দর্শনার্থীরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।
দর্শনার্থীরা মোবাইল ফোন, ইলেক্ট্রনিক চাবি, ব্যাগ, জলের বোতল, শিশুদের দুধের বোতল এবং ছাতা নিয়ে উদ্যানে প্রবেশ করতে পারবেন। এছাড়া অন্য কোনও জিনিস সঙ্গে রাখা যাবে না।
SC/MP/AS
(Release ID: 2151798)