শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারত ও ব্রিটেনের মধ্যে সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত চুক্তি (সিইটিএ) স্বাক্ষর
Posted On:
24 JUL 2025 5:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ জুলাই, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে ভারত ও ব্রিটেন একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) স্বাক্ষর করেছে। ভারতের পক্ষে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল এবং ব্রিটেনের শিল্প ও বাণিজ্য সচিব শ্রী জোনাথন রেনল্ডস দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করেন।
এই অবাধ বাণিজ্য চুক্তি একটি উন্নত রাষ্ট্রের অর্থনীতির সঙ্গে ভারতের অর্থনীতিকে যুক্ত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এর মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করে তুলতে দুটি দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত এবং ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ব্রিটেনের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত ৬ মে, এই চুক্তির বিষয়ে আলোচনা সফল হয়েছে বলে ঘোষণা করা হয়। দুদেশের ব্যবসা-বাণিজ্যের পরিমাণ প্রায় ৫,৬০০ কোটি মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে এর পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।
ভারত থেকে যেসব পণ্য রপ্তানী করা হবে সিইটিএ অনুসারে তার মধ্যে ৯৯ শতাংশ পণ্যের জন্য কোনো শুল্ক লাগবে না। এর ফলে, বস্ত্র শিল্প, সামুদ্রিক নানা সামগ্রী, চর্ম, জুতো, খেলাধুলায় ব্যবহৃত সরঞ্জাম, খেলনা এবং অলঙ্কার শিল্পে নতুন নতুন সুযোগ তৈরি হবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং শিল্প, গাড়ি নির্মাণ এবং জৈব রাসায়ণিক ক্ষেত্রে উপকৃত হবে। ভারতে পরিষেবা শিল্প অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। নতুন চুক্তি অনুসারে তথ্য প্রযুক্তি, আর্থিক ও আইনী পরিষেবা, ডিজিটাল পদ্ধতিতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও বাজার পাবে। ব্রিটেনে যেসব ভারতীয় পেশাদার ব্যক্তিত্বরা কর্মরত, তারা এই চুক্তির ফলে উপকৃত হবেন। এরা মূলত স্থাপত্য শিল্প সহ বিভিন্ন শিল্প, রাঁধুনী, যোগ প্রশিক্ষক এবং সঙ্গীত জগতের সঙ্গে সম্পৃক্ত। নতুন চুক্তি তাদের ব্রিটেনে কাজ পেতে সহায়তা করবে।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এই চুক্তি স্বাক্ষর হয়েছে। তিনি এর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, অবাধ বাণিজ্য চুক্তি সর্বাঙ্গীন উন্নয়নকে নিশ্চিত করবে। কৃষক, হস্তশিল্পী, শ্রমিক, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থার স্টার্টআপ এবং উদ্ভাবকরা এর সুফল পাবেন। ব্রিটেনে কর্মরত ভারতীয় পেশাদার ব্যক্তিত্বরা এবং তারা যে সংস্থায় কর্মরত সেই সংস্থাগুলিকে সামাজিক সুরক্ষা ক্ষেত্রে তিন বছর কোনো আর্থিক বিনিয়োগ করতে হবে না। সিইটিএ আগামী দিনে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করবে বলে আশা করা যায়। ফলস্বরূপ, ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনীতির ক্ষেত্রে এক প্রাণবন্ত অংশীদারিত্ব গড়ে উঠবে, যা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে এবং রপ্তানী শিল্পের প্রসার ঘটবে।
SC/CB/SKD
(Release ID: 2148276)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam