প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকের সময়ে প্রধানমন্ত্রীর মন্তব্য

Posted On: 24 JUL 2025 5:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২৫ 

 

মহামান্য,
এরকম আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য আমি অন্তর থেকে আপনার কাছে কৃতজ্ঞ। আজ আমরা চেকার্স – এ একটি নতুন ইতিহাস গড়তে চলেছি। ভারত এবং ব্রিটেন একসঙ্গে এক নতুন ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।
মহামান্য,
এক বছরের মধ্যে আমরা তৃতীয়বার দেখা করার সু্যোগ পেয়েছি। আমি মনে করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভারত ও ব্রিটেন স্বাভাবিকভাবেই অংশীদার। আজ আমাদের মধ্যে সম্পর্কের এক ঐতিহাসিক দিন। দুই দেশ মিলে ঐতিহ্যবাহী লাভদায়ক এফটিএ এবং ডবল কন্ট্রিবিউশন কনভেনশন সম্পন্ন করতে চলেছে। এই উদ্যোগ ভারত ও ব্রিটেনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মজবুত পথ তৈরি করতে চলেছে। বাণিজ্য ও উদ্যোগ ক্ষেত্রে এক নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। আমাদের কৃষক, এমএসএমই, যুবসম্প্রদায়ের জন্য অনেক সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি। শুধুমাত্র তাই নয়, একবিংশ শতক প্রযুক্তিচালিত শতক। এই পরিস্থিতিতে ভারত ও ব্রিটেনের যুবসম্প্রদায়, দক্ষ হয়ে উঠছে এবং তাঁরা একযোগে নতুন বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একবিংশ শতকে প্রযুক্তি নিত্য নতুন উদ্ভাবনের অপেক্ষায় ব্রিটেন ও ভারতের দক্ষ যুবসম্প্রদায় যখন তাঁদের বুদ্ধি, গুণ একত্রিত করে কাজ করবে, তখন বিশ্বের জন্য উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমি মনে করি, “ভিশন ২০৩৫” নিয়ে আমাদের যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তাতেও নতুন গতি শক্তি সঞ্চার করবে। 
মহামান্য,
আমি আরও একবার আন্তরিকভাবে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এই চমৎকার সূচনায় ভারত ও ব্রিটেনের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনাদের অনেক অনেক অভিনন্দন। 

 

SC/PM/SB


(Release ID: 2147910)