তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃত্রিম মেধার সাহায্যে বিভিন্ন সমস্যার বহুভাষিক সমাধানের জন্য স্টার্টআপ অ্যাকসেলেটর ওয়েভএক্স ভাষা সেতু চ্যালেঞ্জে অংশগ্রহণের সময়সীমা ৩০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে

Posted On: 22 JUL 2025 6:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ জুলাই, ২০২৫

 


ভারতে ডিজিটাল পদ্ধতিতে প্রশাসনিক কাজকর্ম ক্রমশ প্রসারিত হচ্ছে। সাধারণ নাগরিকদের জন্য এই প্রক্রিয়ায় ভাষা একটি বড় সমস্যার সৃষ্টি করে। এই সমস্যা সমাধানে কৃত্রিম মেধাভিত্তিক সমাধান সূত্র খুঁজে বের করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ওয়েভএক্স স্টার্টআপ অ্যাকসেলেটর কর্মসূচির আওতায় ভাষাসেতু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বহু ভাষিক ভারতের বিভিন্ন সমস্যার কৃত্রিম মেধার সাহায্যে সমাধানের জন্য এই প্রয়াস নেওয়া হয়েছে। ভাষাসেতু চ্যালেঞ্জে প্রটোটাইপ জমা দেওয়ার শেষ দিন ৩০ জুলাই করা হয়েছে। 

ভাষাসেতু রিয়েলটাইম ল্যাঙ্গুয়েজ টেক ফর ভারত শীর্ষক এই প্রতিযোগিতায় স্টার্টআপ সংস্থাগুলি কৃত্রিম মেধার সাহায্যে অনুবাদের জন্য যে প্রযুক্তিকে কাজে লাগাবে, সেটি ব্যবহারকারী কত সহজে ব্যবহার করতে পারেন, তা নির্ধারণ করা যাবে। উদ্ভাবকদের ১২টি ভাষায় এই অনুবাদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে পুরো বিষয়বস্তু বা কোন রেকর্ড করা উপাদানের অনুবাদ-ও করতে হবে।  যে কোন আগ্রহী ব্যক্তি বা সংস্থা https://wavex.wavesbazaar.com-এই ওয়েব সাইটের মাধ্যমে  তাদের নাম নিবন্ধিত করতে পারবে।
ওয়েভএক্স এর আওতায় উদ্ভাবকদের কাছে দুটি চ্যালেঞ্জ রাখা হয়েছে। একটি হল ভাষা সেতু, যেখানে কৃত্রিম মেধার সাহায্যে অনুবাদ করতে হবে। দ্বিতীয়টি হল কলা সেতু। এখানেও কোন বিষয়বস্তুকে কৃত্রিম মেধার সাহায্যে অনুবাদ করতে হবে।   

 

SC/CB/SKD


(Release ID: 2147206)