জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদে লেডিং বিল ২০২৫ পাশ

Posted On: 21 JUL 2025 6:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই , ২০২৫


বাদল অধিবেশনের প্রথম দিনে লেডিং বিল ২০২৫ পাশ হয়ে গেল রাজ্যসভায়। আইন হতে তা এখন কেবল রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায়। কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিলটি সভায় পেশ করে একে ভারতের সামুদ্রিক বাণিজ্য ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহুর্ত বলে ব্যাখ্যা করেন। 

বিলটি ইতিপূর্বেই লোকসভায় পাশ হয়ে গেছে। একবার আইন হিসেবে রূপ পেলে তা ১৬৯ বছরের পুরনো ঔপনিবেশিক ভারতীয় লেডিং আইন ১৮৮৬-কে বদলে দেবে। এটি অনেক বেশি আধুনিক, সরল এবং বিশ্বমানের। এর আইনি পরিকাঠামো ভারতে জলপথ বাণিজ্য ক্ষেত্রে নথি হিসেবে স্বীকৃত হবে। 

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ভারতকে ২০৪৭-এর মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথকে প্রশস্ত করছে। তার এই স্বপ্ন কেবলমাত্র উচ্চাকাঙ্খীই নয়, তা কার্য ক্ষেত্রেও সম্পর্ক যুক্ত। উন্নত সমৃদ্ধ ভারত গড়ে তোলার শপথের সঙ্গে আমরা সকলে ঐক্যসূত্রে যুক্ত। তিনি বলেন, পদ্ধতিগত সংস্কারের পথকে প্রশস্ত করে ভারত ভবিষ্যৎ রূপান্তরের পথে গতিশীল হয়ে উঠছে।

এই নতুন আইন পশ্চাৎপদ আইনের বদল আনবে। তা ভাষাগতভাবে অনেক স্বচ্ছ, সরল এবং বাণিজ্যিক বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে। জলপথ বাণিজ্যে পণ্য পরিবহনকারীর ক্ষেত্রে আইনি দায়বদ্ধতাকে নিশ্চিত করবে। এতে কোথাও কোনওরকম ভাষার দ্বিচারিতা নেই এবং পণ্য পরিবহন তথ্য সামগ্রীর ক্ষেত্রে মামলার ঝুঁকিও বহুলাংশে কম। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারতের অবস্থান অনেক বেশি সুদৃঢ় হবে। তার কারণ নতুন এই আইন আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়মকানুনের সঙ্গে সম্পৃক্ত। 

নতুন এই বিল ভারতের ঔপনিবেশিক আমলের সেকেলে নামের পরিবর্তন ঘটিয়েছে। আইনি ভাষা অনেক সরল হয়েছে। জটিল বিষয় সমূহকে যথা সম্ভব সরল করা হয়েছে। এর যথাযথ রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা প্রদানের সংস্থান রয়েছে। সমসাময়িক বাণিজ্য ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি বৈধতার সঙ্গে তা সঙ্গতিপূর্ণ এবং তা ভারতের ব্যবসার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে। সভার সদস্যদের বিলটির পক্ষে মত দিতে তিনি অনুরোধ করেন। তিনি বলেন, সমুদ্র শাসন করে যারা, বিশ্ব শাসন করে তারা। জলপথ বাণিজ্য ক্ষেত্রে ভারতের এখন নেতৃত্ব দেওয়ার সময়।   

 

SC/AB /SG


(Release ID: 2146751)