বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

তাঁতক্ষেত্রের শ্রেষ্ঠত্বকে সম্মান জানাতে তাঁত পুরস্কার ২০২৪

Posted On: 21 JUL 2025 4:33PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২১ জুলাই, ২০২৫

 

বস্ত্র মন্ত্রক ২০২৪-এর সন্ত কবীর তাঁত পুরস্কার এবং জাতীয় তাঁত পুরস্কার ঘোষণা করেছে। তাঁত শিল্পী, নকশাকারী, নির্মাতা, বিপণনকারী, স্টার্টআপ উদ্যোগ এবং তাঁতক্ষেত্রে উৎপাদক কোম্পানিগুলিকে সম্মান জানাতে এই পুরস্কার। এবছর পুরস্কার প্রাপকের সংখ্যা ২৪। এঁদের মধ্যে ৫জন সন্ত কবীর পুরস্কার পাচ্ছেন। ১৯ জন পাচ্ছেন জাতীয় তাঁত পুরস্কার। একাদশতম জাতীয় তাঁত দিবস উদযাপনে রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে ৭ আগস্ট। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং, বিভিন্ন সাংসদ, শিল্প নেতৃত্ব, রপ্তানিকারী সরকারী আধিকারিক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেশের নানা প্রান্ত থেকে ৫০০ জন তন্তুবায় এতে যোগ দেবেন।

সন্ত কবীর তাঁত পুরস্কারের অর্থমূল্য নগদ সাড়ে ৩ লক্ষ টাকা সেইসঙ্গে রয়েছে স্বর্ণমুদ্রা, তাম্রপত্র, শাল ও শংসাপত্র। অন্যদিকে জাতীয় তাঁত পুরস্কারের অর্থমূল্য নগদ ২ লক্ষ টাকা। সেইসঙ্গে রয়েছে তাম্রপত্র, শাল ও শংসাপত্র।

তাঁত পুরস্কার প্রাপকদের নাম জানতে এখানে ক্লিক করুন
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jul/doc2025721589901.pdf  


SC/ AB /AG/


(Release ID: 2146490)