নারীওশিশুবিকাশমন্ত্রক
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শিশু পুরস্কার ২০২৫ – এর জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই
Posted On:
16 JUL 2025 4:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০২৫
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শিশু পুরস্কার – এর জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। পয়লা জুলাই থেকে আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়। আবেদন জমা দেওয়া যাচ্ছে https://awards.gov.in এই পোর্টালে।
খেলাধূলা, সমাজ সেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ রক্ষা এবং শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতিতে ৫-১৮ বছর বয়সীদের এই পুরস্কার দেওয়া হয়। সাহসিকতার সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিতেও দেওয়া হয় এই পুরস্কার।
যে কোনও বিদ্যালয়, প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকরাও প্রার্থী মনোনীত করতে পারেন। এমনকি, শিশুরা স্বমনোনয়নের মাধ্যমে আবেদন জানাতে পারবে।
আবেদনে ব্যক্তিগত তথ্যাদি, পুরস্কারের বর্গ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর পাশাপাশি, সাম্প্রতিক ছবি ও প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করতে হবে। প্রার্থীর সাফল্যের বিষয়ে সর্বোচ্চ ৫০০ শব্দের একটি রাইটআপ থাকা জরুরি।
নারী ও শিশু বিকাশ মন্ত্রক বিদ্যালয়, অসরকারি সংগঠন, পঞ্চায়েত ও সাধারণ নাগরিকদের কাছে সম্ভাব্য প্রার্থীদের চিহ্নিত করে মনোনয়ন পেশে উদ্যোগী হতে অনুরোধ করছে।
SC/AC/SB
(Release ID: 2145275)