প্রধানমন্ত্রীরদপ্তর
ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
04 JUL 2025 10:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ জুলাই ২০২৫
সম্মানীয় প্রধানমন্ত্রী কমলা পেরসার বিশেসর জি,
সিনেটের সম্মানীয় রাষ্ট্রপতি ওয়েড মার্ক,
সম্মানীয় অধ্যক্ষ শ্রী জগদেব সিংহ,
মাননীয় মন্ত্রীরা,
সংসদের সম্মানিত সদস্যরা,
নমস্কার!
সুপ্রভাত!
শুভ সকাল!
এক গৌরবময় গণতন্ত্র ও বন্ধুদেশের নির্বাচিত প্রতিনিধিরা, আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।
আমি ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা নিয়ে এসেছি। আমি ঘানার জনগণের পক্ষ থেকেও আন্তরিক শুভকামনা নিয়ে এসেছি। এখানে আসার ঠিক আগেই আমি ঘানা সফরে গিয়েছিলাম।
অমি অত্যন্ত কৃতজ্ঞ যে, আমি এই বিশেষ রেড হাউসে নিজের বক্তব্য রাখতে পারা প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। এই ঐতিহাসিক ভবন স্বাধীনতা ও সম্মানের জন্য ত্রিনিদাদ ও টোবাগোর জনগণের সংঘর্ষ ও আত্মবলিদানের সাক্ষী থেকেছে। গত ৬ দশক ধরে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, কারণ আপনারা একটি ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
বন্ধুগণ,
দুজন উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে এই মহান দেশের জনগণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। তাঁরা অত্যন্ত গর্বের সঙ্গে নিজেদের ভারতের প্রবাসী মেয়ে বলে পরিচয় দেন। ভারতীয় ঐতিহ্যের প্রতি তাঁরা গর্ববোধ করেন। ভারতে আমরা তাঁদের নেতৃত্ব, ধৈর্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করি। তাঁরা এই দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের এক জ্বলন্ত প্রতীক।
সম্মানিত সদস্যগণ,
আমাদের দুই দেশই ঔপনিবেশিক শাসনের ছায়া থেকে বেরিয়ে নিজেদের কাহিনী লিখতে শুরু করেছেন। আমাদের এই লেখনিতে সাহস ছিল এবং আমাদের গণতন্ত্র এই রচনায় সাহায্য করেছে।
বর্তমানে আমাদের এই দুই দেশ আধুনিক বিশ্বে গৌরবময় গণতন্ত্র ও শক্তির প্রতীক হিসেবে পরিচিত। কয়েক মাস আগে আপনারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের উৎসব পালন করেছেন। আমি এই দেশের জনগণকে তাঁদের বুদ্ধিমত্তা ,দূরদর্শিতা, শান্তি ও সমৃদ্ধির জন্য অভিনন্দন জানাই। আমি এই প্রতিষ্ঠিত সভার নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানাই।
আমি প্রধানমন্ত্রী কমলা জি-কে আরও একবার সরকার গঠনের জন্য বিশেষ ভাবে অভিনন্দন জানাই। আমি তাঁর অবিরাম সাফল্যের কামনা করি। তিনি এই মহান দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বন্ধুগণ,
আমি যখন অধ্যক্ষের চেয়ারে সুন্দর শব্দে লেখা এই কথাগুলি দেখছি :
"ভারতের জনগণের পক্ষ থেকে ত্রিনিদাদ ও টোবাগোর জনগণের জন্য",
আমার মনে এক গভীর অনুভূতি তৈরি হচ্ছে। এই চেয়ার কেবলমাত্র এক আসবাবের টুকরো নয়, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও আস্থার শক্তিশালী প্রতীক। এই শব্দগুলি এই বন্ধনকেই ব্যক্ত করে।
আপনারা সকলেই জানেন...
ভারতের জন্য গণতন্ত্র কেবলমাত্র একটি রাজনৈতিক মডেল নয়।
আমাদের জন্য এটি জীবন-যাপনের অঙ্গ...
আমাদের হাজার বছরের পুরোনো গৌরবময় ঐতিহ্য রয়েছে।
এই সংসদেও এমন কয়েকজন রয়েছেন যাঁদের পূর্বপুরুষরা বিহারের বাসিন্দা ছিলেন...
বন্ধুগণ,
আমাদের দুই দেশের মধ্যে একটি স্বাভাবিক গভীর সম্পর্ক রয়েছে। আমি অবশ্যই বলতে চাই যে, ভারতীয়রা ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট দলের সবচেয়ে বড় প্রশংসকদের মধ্যে অন্যতম। আমরা আন্তরিকভাবে তাদের উৎসাহবর্ধন করি। কেবলমাত্র তারা যখন ভারতের বিরুদ্ধে খেলেন তখন ছাড়া।
আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক বহু বছরের পুরানো ঐতিহ্যকে ভিত্তি করে গড়ে উঠেছে। ১৮০ বছর আগে ভারত এক দীর্ঘ ও কঠিন যাত্রার পর প্রথমবার এই মাটিতে এসে পৌঁছেছিল। সমুদ্রের ধারে ভারতীয় সুর ,ক্যারাবিয়ান লয়ের সঙ্গে দারুণভাবে মিলেমিশে গিয়েছিল।
এখানে ভোজপুরী ক্রিয়োলের সঙ্গে যোগসাজশ তৈরি করেছে।
ডালপুরি মিশে গেছে ডবলসের সঙ্গে!
তবলা সঙ্গত করেছে স্কিল পেন-এর সঙ্গে!
বর্তমানে ভারতীয় বংশোদ্ভূত জনগণ লাল, কালো ও সাদা পতাকার গৌরবশালী বাহক!
রাজনীতি থেকে শুরু করে কবিতা, ক্রিকেট থেকে বাণিজ্য - সব ক্ষেত্রেই সম্পর্ক রয়েছে। আপনারা সকলেই এই বৈচিত্র্যের সম্মান করেন। একজোট হয়ে আপনারা এমন একটি দেশ গঠন করেছেন, যেখানে আপনাদের আদর্শ হল, "আমরা একযোগে এই কামনা করি, আমরা একযোগে তা লাভ করবো"।
বন্ধুগণ,
আজ রাষ্ট্রপতি মহোদয়া আমাকে এদেশের সর্বোচ্চ জাতীয় সম্মান প্রদান করেছেন। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে বিনম্রতার সঙ্গে তা গ্রহণ করলাম।
আমি অসীম কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান আমাদের দু-দেশের মধ্যে যে স্থায়ী বন্ধুত্ব রয়েছে ও পৈতৃক সম্পর্ক রয়েছে তার উদ্দেশ্যে সমর্পণ করলাম।
বন্ধুগণ,
এই সভায় এতজন মহিলা সদস্যকে দেখে আমি অত্যন্ত আনন্দবোধ করছি। মহিলাদের প্রতি সম্মান ভারতীয় সংস্কৃতির গভীরে নিহিত রয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ ও পবিত্র গ্রন্থের মধ্যে একটি স্কন্দ পুরাণে বলা হয়েছে:
দশপুত্র সম কন্যা দশপুত্রান্ প্রবধ্যয়ন্।
এয়ত্ ফলম লভতে মর্ত্যঃ তত্ লভ্যং কন্যা একয়া।।
এর অর্থ হল, একজন কন্যা ১০ পুত্রের সমান আনন্দ প্রদান করে। আমরা আধুনিক ভারতের নির্মাণের জন্য মহিলাদের হাত মজবুত করছি।
মহাকাশ থেকে ক্রীড়া, স্টার্টআপ থেকে বিজ্ঞান, শিক্ষা থেকে শুরু করে বিমান চালনা বা সশস্ত্রবাহিনী বিভিন্ন ক্ষেত্রে ভারত এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নেতৃত্ব প্রদান করেছে। আপনাদের মতো আমাদের কাছেও একজন মহিলা রয়েছেন, তিনি সাধারণ জীবনযাপন থেকে উঠে এসে আমাদের রাষ্ট্রপতি হয়েছেন।
দুই বছ আগে, ভারতীয় সংসদ এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিল। আমরা সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করার সিদ্ধান্ত নিই। এথেকে এটি স্পষ্ট হয় যে, আগামী প্রজন্মের বেশি সংখ্যক মহিলা দেশের ভাগ্য নির্ধারণ করবেন।
ভারতে তৃণমূল স্তরে মহিলারা অগ্রণী ভূমিকা পালন করছেন। আনুমানিক ১৫ লক্ষ নির্বাচিত মহিলা স্থানীয় শাসন ব্যবস্থায় অংশ নিচ্ছেন। আমরা মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের যুগে রয়েছি। এও এক গুরুত্বপূর্ণ বিষয়, যা জি-২০-র অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সময় আমরা গ্রহণ করেছি।
সম্মানীয় সদস্যরা,
ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল অর্থব্যবস্থার দেশ। ভারতের উন্নয়ন জনকেন্দ্রিক। আন্তর্জাতিক শ্রমসংগঠনের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, ভারতের সামাজিক সুরক্ষা ও কল্যাণের ছত্রছায়ায় ৯৫০ মিলিয়ন মানুষ যুক্ত রয়েছেন। আমরা নিজেদের উন্নয়নকে অন্যের প্রতি দায়িত্ব হিসেবেও মনে করি। দক্ষিণ বিশ্বকে আমরা বিশেষ গুরুত্ব দিই।
এই ভাবনা থেকেই আমরা ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করছি। আমাদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেতে থাকবে। আমরা নিজেদের বাণিজ্যমহলকে এদেশে আরও বেশি করে বিনিয়োগের জন্য উৎসাহিত করবো। প্রশিক্ষণ, ক্ষমতা গঠন এবং কৌশল বিকাশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে। স্বাস্থ্য আমাদের মধ্যে সম্পর্কে এক গুরুত্বপূর্ণ অংশ ছিল ও থাকবে।
বেশ কয়েকজন ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এখানে সেবা প্রদান করছেন। আমি আনন্দিত যে, আপনারা ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছেন।
ইউপিআই ডিজিটাল লেনদেন ব্যবস্থা গ্রহণ করার যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, তাকে আমি স্বাগত জানাই। এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউপিআই ভারতে ডিজিটাল লেনদেনে বিপ্লব এনেছে। এই প্ল্যাটফর্মের সাহায্যে ভারত বিশ্বে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিজিটাল লেনদেন করা দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। বর্তমানে ভারতের সাধারণ বিক্রেতার কাছেও কিউআর কোর্ড রয়েছ । আমরা কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমাদের বিশেষত্ব আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ভারতের যন্ত্রপাতি আপনাদের কৃষি উদ্যোগে সাহায্য প্রদান করবে। দিব্যাঙ্গ নাগরিকদের জন্য এখানে কৃত্রিম অঙ্গ প্রদানের একটি শিবিরের আয়োজন করা হবে।
আমাদের জন্য আপনাদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপনের কোন সীমা নেই। সর্বদাই আমরা আপনাদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেব।
বন্ধুগণ,
আমাদের দুই দেশের মধ্যে মেলবন্ধন অত্যন্ত মজবুত। ক্যারাবিয়ান অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ ও লাতিন আমেরিকার সেতু হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর অপার সম্ভাবনা রয়েছে। আমাদের সম্পর্ক আরও ব্যাপক ভাবে মজবুত হবে বলে আমার বিশ্বাস।
- ক্যারিকম শিখর সম্মেলন যে গতিতে এগিয়ে চলেছে আমরা তাতে সাহায্য করার জন্য উৎসুক।
বন্ধুগণ,
আমি আমাদের এই অংশীদারিত্বকে এক বৃহৎ আন্তর্জাতিক প্রেক্ষাপটেও দেখছি। বিশ্বে পরিবর্তনের গতি অভূতপূর্ব। রাজনীতি ও ক্ষমতার ক্ষেত্রে মালিক বদল হচ্ছে। মুক্ত বাণিজ্যের ওপর চাপ রয়েছে। আন্তর্জাতিক বিভেদ ও বিবাদ ক্রমবর্ধমান। সমগ্র বিশ্ব জলবায়ু, খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানি সুরক্ষার চ্যালেঞ্জের মোকাবিলা করছে। সন্ত্রাসবাদ এক গভীর সমস্যা। মহাকাশ ও সাইবার নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সম্ভাবনার পাশাপাশি বিপদও তৈরি করছে।
পাশাপাশি দক্ষিণ বিশ্ব ক্রমশ উন্নত হচ্ছে। নতুন ও নিরপেক্ষ বিশ্ব ব্যবস্থা দেখতে চায় দক্ষিণ বিশ্ব। ভারতের জন্য মহাসাগর অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়ন এক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যখনই সুযোগ হয়েছে, তখনই আমরা দক্ষিণ বিশ্বের হয়ে সোচ্চার হয়েছি।
বন্ধুগণ,
মহামারীর সময় নিজেদের ১৪০ কোটি জনগণের সুস্থতার পাশাপাশি ভারত ১৫০টিরও বেশি দেশে টিকা ও ওষুধ পাঠিয়েছে। বিপদের সময় আমরা সাহায্য প্রদানের পাশাপাশি একজোট হয়ে কাজ করেছি।
সম্মানিত সাদস্যগণ,
এখন সময় এসেছে একজোট হয়ে কাজ করার। দক্ষিণ বিশ্ব যেন নিজের যথাযথ জায়গা পায়, তার জন্য কাজ করতে হবে। জলবায়ু ন্যায় সুনিশ্চিত করার জন্য ত্রিনিদাদ ও টোবাগোর প্রচেষ্টার আমি প্রশংসা করি।
বন্ধুগণ,
আমাদের দুই দেশ আকৃতি ও ভৌগলিক দিক থেকে ভিন্ন হতে পারে, কিন্তু আমরা নিজেদের মূল্যবোধের মাধ্যমে গভীরভাবে একে অপরের সঙ্গে যুক্ত। আমাদের এক গৌরবময় গণতন্ত্র রয়েছে। আমরা আলোচনা, বহুত্ববাদ ও মানবিক সম্মানে বিশ্বাস রাখি।
সন্ত্রাসবাদ মানবাতর সবচেয়ে বড় শত্রু। এই রেড হাউসে সন্ত্রাসের বিভীষিকায় নির্দোষ মানুষ প্রাণ হারিয়েছেন। যে কোন ভাবে সন্ত্রাসকে সাহায্য করার বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমাদের সঙ্গে দাঁড়ানোর জন্য এই দেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই।
বন্ধুগণ,
আমাদের পূর্বপুরুষরা সংঘর্ষ করেছেন, আত্মবলিদান দিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত জীবন প্রদানের স্বপ্ন দেখেছেন। ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগো দুই দেশেরই ভবিষ্যতের যাত্রাপথের দীর্ঘ পথ অতিক্রম করেছে। আমাদের এখনও অনেককিছু করতে হবে। নিজেদের কাজের পাশাপাশি একজোট হয়ে কাজ করতে হবে।
সংসদের সদস্য হিসেবে সুন্দর ভবিষ্যৎ গঠনের আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অযোধ্যা থেকে অরিমা পর্যন্ত গঙ্গার ঘাট থেকে পারিয়া পর্যন্ত আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, স্বপ্ন আরও সফল হবে।
এই চিন্তা-ভাবনার সঙ্গে আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যেমন এখানে গর্বের সঙ্গে বলেন - "উচিত সম্মান"।
ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।
SC/PM/AS
(Release ID: 2142460)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam