কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

খনি বন্ধের প্রক্রিয়া এবং এর পুনর্ব্যবহারে গোষ্ঠীভিত্তিক অংশগ্রহণ ও উন্নয়ন কাঠামো R E C L A I M-এর সূচনা করতে চলেছে কয়লা মন্ত্রক

Posted On: 02 JUL 2025 1:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ জুলাই, ২০২৫


কয়লা মন্ত্রক R E C L A I M শীর্ষক একটি গোষ্ঠী অংশগ্রহণ ও উন্নয়ন কাঠামোর সূচনা করতে চলেছে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি আগামী ৪ জুলাই, ২০২৫ এর আনুষ্ঠানিক সূচনা করবেন। হার্টফুলনেস ইনস্টিটিউটের সঙ্গে অংশীদারিত্বে এই কাঠামোটি প্রস্তুত করেছে কয়লা মন্ত্রকের অধীন কোল কন্ট্রোলার অর্গানাইজেশন। কোনো কয়লা খনি বন্ধ হলে সেখানকার প্রকৃতি ও মানুষের জীবিকার উপর যে গভীর প্রভাব পড়ে, তার উপর লক্ষ্য রেখে এই রূপান্তরকে মসৃণ করার উদ্দেশ্যে এই কাঠামো তৈরি করা হয়েছে।

R E C L A I M শীর্ষক এই কাঠামো খনি বন্ধের প্রক্রিয়া এবং তার পরবর্তী পর্যায়ে গোষ্ঠী অংশগ্রহণ ও উন্নয়ন কর্মসূচি পরিচালনার ব্যবস্থা করে। রূপান্তর প্রক্রিয়ায় স্থানীয় গোষ্ঠীর অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে এটি ধাপে ধাপে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গী তুলে ধরে। 

এই কাঠামোয় ভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সরঞ্জাম ও পরীক্ষিত পদ্ধতির সংস্থান রয়েছে। রূপান্তর প্রক্রিয়াকে ন্যায়সঙ্গত ও স্থানীয় মানুষের জীবনে প্রাসঙ্গিক করে তুলতে লিঙ্গ অন্তর্ভুক্তিকরণ, প্রান্তিক গোষ্ঠীগুলির প্রতিনিধিত্ব এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির সঙ্গে সাযুজ্য বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

R E C L A I M কাঠামো খনি সম্প্রদায়ের জন্য এক মসৃণ ও প্রাণবন্ত রূপান্তর প্রক্রিয়া সুনিশ্চিত করতে চায় – পারস্পরিক আস্থা, বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী আর্থ-সামাজিক কল্যাণ এর ভিত্তি।

 


SC/SD/SKD


(Release ID: 2141548)