প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জিএসটি এক যুগান্তকারী সংস্কার, যা ভারতের অর্থনৈতিক চালচিত্রকে পুনর্গঠিত করেছে: প্রধানমন্ত্রী

Posted On: 01 JUL 2025 3:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ জুলাই, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, জিএসটি এমন এক যুগান্তকারী সংস্কার, যা ভারতের অর্থনৈতিক চালচিত্রকে পুনর্গঠিত করেছে। 
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, “জিএসটি চালুর ৮ বছর পর দেখা যাচ্ছে, এটি এমন এক যুগান্তকারী সংস্কার, যা ভারতের অর্থনৈতিক চালচিত্রকে পুনর্গঠিত করেছে। 
বাধ্যবাধকতার বোঝা কমিয়ে এনে, বিশেষত ছোট ও মাঝারি উদ্যোগ সহ তা ব্যবসায় বহুলাংশে স্বাচ্ছন্দ্য বিধান করেছে। 
জিএসটি অর্থনৈতিক বিকাশের এক মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ভারতীয় বাজারগুলিকে সমন্বিত করে রাজ্যগুলিকে এই যাত্রাপথে সহযোগী করে তোলার মধ্য দিয়ে প্রকৃত সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রসার ঘটিয়েছে”।

 

SC/AB/SB…


(Release ID: 2141292) Visitor Counter : 6