তথ্যওসম্প্রচারমন্ত্রক
কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত তাৎক্ষণিক বহুভাষিক অনুবাদ প্রকৌশল ‘ভাষাসেতু’ গড়ে তুলতে স্টার্টআপ সংস্থাগুলিকে আমন্ত্রণ জানালো স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্ল্যাটফর্ম ওয়েভেক্স
Posted On:
30 JUN 2025 6:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ জুন ২০২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের স্টার্টআপ অ্যাক্সিলারেটর কর্মসূচি ওয়েভেক্স-এর আওতায় ওয়েভেক্স স্টার্টআপ চ্যালেঞ্জ ২০২৫-এর সূচনা করেছে। এর মাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অনুবাদ প্রকৌশল গড়ে তুলতে দেশের স্টার্টআপগুলিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এজন্য একটি জাতীয় স্তরে হ্যাকাথনের আয়োজন হয়েছে।
‘ভাষাসেতু-রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ টেক ফর ভারত’ শীর্ষক এই প্রতিযোগিতার মাধ্যমে ভারতের অন্তত ১২টি প্রধান ভাষায় তাৎক্ষণিক অনুবাদ, প্রতিবর্ণীকরণ এবং ধ্বনিরূপ সংবেদী প্রকৌশল গড়ে তুলতে স্টার্টআপগুলিকে উৎসাহিত করা হবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন ন্যূনতম যোগ্যতামান থাকছে না। বিজয়ী স্টার্টআপকে বিশেষ সহায়তা দেওয়া হবে ওয়েভেক্স অ্যাক্সিলারেটর কর্মসূচির আওতায়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধিকরণের কাজ শুরু হয়েছে ৩০ জুন, ২০২৫ তারিখে। চলবে ২২ জুলাই পর্যন্ত।
আগ্রহী স্টার্টআপ সংস্থাগুলি ওয়েভেক্সের পোর্টাল https://wavex.wavesbazaar.com-এর মাধ্যমে আবেদন জানাতে পারে।
SC/AC/AS
(Release ID: 2141171)