সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে রাজঘাটে আগামীকাল থেকে শুরু হচ্ছে লোক সম্বর্ধন পর্ব

Posted On: 10 JUN 2025 11:58AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৫ 

 

সরকারের ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক শাসন ও সাংস্কৃতিক গর্বের ১১ বছর পূর্তি উপলক্ষে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আগামী ১১ থেকে ১৫ জুন, ২০২৫ নতুন দিল্লির রাজঘাটের বীরসা মুন্ডা লন – এ লোক সম্বর্ধন পর্বের আয়োজন করেছে। 
এই অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন উদযাপনের অঙ্গ হিসেবে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ – এর ভাবনায় মন্ত্রকের প্রধান প্রকল্প, কর্মসূচি ও সাফল্যগুলি তুলে ধরা হবে। এছাড়া, সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত কারিগর ও প্রথাগত শিল্পীদের ক্ষমতায়নে মন্ত্রক যে ধারাবাহিক প্রয়াস চালিয়ে আসছে, তারও নিদর্শন তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। 
দেশের উত্তরাঞ্চলের ৫০ – এরও বেশি কারিগর তাঁদের শিল্প সামগ্রী নিয়ে লোক সম্বর্ধন পর্বে উপস্থিত থাকবেন। এটি এইসব শিল্প সামগ্রীর সম্ভাব্য বাজার হিসেবেও কাজ করবে। 
অনুষ্ঠানের প্রধান বিষয়সমূহ –
•    পিএম বিকাশ, এনএমডিএফসি সহ মন্ত্রকের অগ্রণী প্রয়াসগুলি তুলে ধরা।

•    দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, রাজস্থান ও উত্তর প্রদেশের কারিগর ও রন্ধন শিল্পীরা এতে যোগ দেবেন। 

•    এইসব অঞ্চলের বিভিন্ন প্রথাগত শিল্প ও হাতের কাজের প্রদর্শনী এবং বিক্রয় হবে। 

•    দেশের বিভিন্ন অংশের লোকশিল্পীরা এখানে অনুষ্ঠান উপস্থাপনা করবেন। 

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এই অনুষ্ঠানে সবাইকে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে। 

 

SC/SD/SB…


(Release ID: 2135538)