প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্বে প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 04 JUN 2025 1:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ জুন, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেবেন। সকাল ১০:১৫ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় একটি বটগাছ রোপণ করবেন প্রধানমন্ত্রী। ৭০০ কিলোমিটার দীর্ঘ আরাবল্লী পর্বতমালার বনসৃজনের লক্ষ্যে গৃহীত ‘আরাবল্লী গ্রিন ওয়াল’ প্রকল্পের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি। 

এই পর্বতমালায় ছড়িয়ে থাকা দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং গুজরাটের ২৯টি জেলায় এই প্রকল্প রূপায়িত হবে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি আয়েরও সুযোগ সৃষ্টি হবে। 

প্রধানমন্ত্রী দিল্লিতে ২০০টি বৈদ্যুতিক বাসেরও যাত্রার সূচনা করবেন। 

 


SC/MP/NS…


(रिलीज़ आईडी: 2133855) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam