প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

এনসিসি-তে আরও ৩ লক্ষ ক্যাডেটকে অন্তর্ভুক্ত করা হবে : প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ

Posted On: 03 JUN 2025 1:14PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৩ জুন, ২০২৫

 

ভোপালে আজ ন্যাশনাল ক্যাডেট কোর- এনসিসি-র রাজ্য প্রতিনিধি এবং অতিরিক্ত মহানির্দেশকদের বিশেষ যৌথ সম্মেলনের উদ্বোধন করেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। সারা দেশে আরও ৩ লক্ষ ক্যাডেটকে এনসিসি-র অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। বহু রাজ্য ইতিমধ্যেই এ বিষয়ে সহমত পোষণ করেছে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান। 

দেশ গঠন এবং তরুণ প্রজন্মের সর্বাত্মক বিকাশে এনসিসি-র ভূমিকার কথা তুলে ধরেন তিনি। প্রাক্তন সেনাকর্মীদের এনসিসি-র প্রশিক্ষক হিসেবে নিয়োগের উদ্যোগ কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ সহায়ক হয়ে উঠেছে বলে তিনি জানান। স্বচ্ছ ভারত অভিযান, নয়া সভেরা কর্মসূচি কিংবা নেশামুক্তি অভিযানে এনসিসি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন। ১৮ মে, ২০২৫ তারিখে এনসিসি ক্যাডেটদের এভারেস্ট অভিযানের সাফল্য এই বাহিনীর দক্ষতা ও সাহসিকতা আবারও প্রমাণ করেছে বলে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মন্তব্য করেন। 

এনসিসি-র প্রসারে কেন্দ্র-রাজ্য সমন্বয় জরুরি বলে তিনি মনে করিয়ে দেন। 

অনুষ্ঠানে ভাষণ দেন এনসিসি-র মহানির্দেশক লেফ্টেন্যান্ট জেনারেল গুবিরপাল সিং। উপস্থিত ছিলেন শিক্ষা, ক্রীড়া, প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা।

 


SC/AC /NS


(Release ID: 2133574)