রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

সাহিত্যের কতটা পরিবর্তন হয়েছে শীর্ষক বিষয়ের ওপর রাষ্ট্রপতি ভবন সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে

Posted On: 28 MAY 2025 1:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে, ২০২৫

 

রাষ্ট্রপতি ভবন সংস্কৃতি মন্ত্রকের সাহিত্য আকাদেমির সহযোগিতায় ২৯-৩০ মে রাষ্ট্রপতি ভবন সংস্কৃতি কেন্দ্রে সাহিত্যের কতটা পরিবর্তন হয়েছে শীর্ষক বিষয়ের ওপর একটি সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে। 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ২৯ মে এই সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।   

দুদিনের এই সম্মেলনে কবিদের মিলন- সরাসরি হৃদয় থেকে; ভারতের নারীবাদী সাহিত্য: নতুন পরিসরের উন্মোচন; সাহিত্যে পরিবর্তন বনাম পরিবর্তনের সাহিত্য এবং বিশ্বের দৃষ্টিকোন থেকে ভারতীয় সাহিত্যের নতুন দিক-এর মতো বিভিন্ন বিষয়ের ওপর একাধিক সভা অনুষ্ঠিত হবে। দেবী অহল্যাবাঈ হোলকারের বীর কাহিনী তুলে ধরে এই সম্মেলন শেষ হবে। 


SC/SS/NS


(Release ID: 2131987)