সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি গোয়ায় আইকনিক অবজারভেটরি টাওয়ারগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
Posted On:
21 MAY 2025 4:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মে, ২০২৫
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি ২৩ মে, শুক্রবার গোয়ায় নিউ জুয়ারি সেতুর উপর আইকনিক অবজারভেটরি টাওয়ারগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে শ্রী নীতিন গড়করির অগ্রণী উদ্যোগ এবং গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্তের প্রয়াসের ফলে এটি সম্ভব হচ্ছে।
এই প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ২৭০.০৭ কোটি টাকা। আগামী ৫ বছরের মধ্যে এটি তৈরি করা হবে। প্যারিসের আইফেল টাওয়ারের আদলে এই অবজারভেটরি টাওয়ারগুলি নির্মিত হবে। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সেখানে ঘূর্ণায়মান রেস্তোরাঁ এবং আর্ট গ্যালারি থাকবে। গোয়ার সমৃদ্ধশালী পর্যটন মানচিত্রে এটি একটি উল্লেখযোগ্য স্থান হয়ে উঠবে।
ডিবিএফওটি (ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ট ট্রান্সফার) মডেলে বাস্তবায়িত এই উদ্যোগে সরকারের উপরে কোনো আর্থিক বোঝা চাপবে না। এখানে ঘুরতে আসা পর্যটকদের সুবিধার জন্য সেতুর উভয় প্রান্তে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা করা হবে। এমনকি এই টাওয়ারগুলি থেকে পর্যটকরা প্রশস্ত দৃশ্য দেখতে পারবেন। এই প্রকল্প গোয়ায় পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। এমনকি আন্তর্জাতিক মানচিত্রে গোয়া স্থাপত্য পর্যটন এবং অভিজ্ঞতামূলক ভ্রমণের জন্য একটি অন্যতম প্রধান গন্তব্য স্থান হয়ে উঠবে।
SC/SS/SKD
(Release ID: 2130306)