স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আই৪সি) অপরাধীদের যথা শীঘ্র সম্ভব ধরার ক্ষেত্রে নতুন ই-জিরো এফআইআর উদ্যোগ চালু করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Posted On: 19 MAY 2025 7:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ মে ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তাঁর মন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আই৪সি) অপরাধীদের যথা শীঘ্র সম্ভব ধরার ক্ষেত্রে নতুন ই-জিরো এফআইআর উদ্যোগ নিয়ে এসেছে। এক্স পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, প্রাথমিক ভাবে দিল্লিতে চালু হওয়া এই ব্যবস্থাপনা এনআরসিপি কিংবা ১৯৩০-তে দায়ের হওয়া ১০ লক্ষ টাকার বেশি মূল্যে সাইবার আর্থিক প্রতারণার অভিযোগকে স্বয়ংক্রিয় ভাবে এফআইআর হিসেবে নিবন্ধিত করবে। এর ফলে সাইবার অপরাধীদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ক্রমে সারা দেশেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে। সাইবার-নিরাপদ ভারত গড়তে মোদী সরকারের উদ্যোগের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সম্প্রতি ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এই মর্মে নির্দেশ দিয়েছেন। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (এনসিআরপি) এবং ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ আর্থিক ক্ষেত্রে সাইবার অপরাধের বিষয়টি দ্রুত কর্তৃপক্ষের নজরে আনায় বিশেষ সহায়ক হয়ে উঠেছে। নতুন এই ব্যবস্থাপনা এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। সংশ্লিষ্ট এলাকার পুলিশের ই-জিরো এফআইআর ব্যবস্থাপনা, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এবং ক্রিমিন্যাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমসের সঙ্গে যৌথ ভাবে কাজ করবে এই প্রণালী। তাৎক্ষণিক ভাবে খবর পৌঁছে যাবে নির্দিষ্ট এলাকার সাইবার থানায়। ৩ দিনের মধ্যে জিরো এফআইআর রূপান্তরিত হবে সাধারণ এফআইআর-এ। 

দিল্লি পুলিশ এবং ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই কাজ এগিয়ে নিয়ে চলেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারা ১৭৩ (১) এবং ১ (ii) মোতাবেক। 
 


SC/AC/AS


(Release ID: 2129820)