তথ্যওসম্প্রচারমন্ত্রক
অপারেশন সিঁদুর: একক শক্তির সন্ধানে
ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ের প্রতিচ্ছবি
Posted On:
18 MAY 2025 5:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মে, ২০২৫
ভূমিকা:
বহুমাত্রিক যুদ্ধের যুগে, যখন বিপদ সীমান্ত পরিবর্তনের চেয়েও দ্রুত প্রগাঢ় হয়, ভারতের প্রতিরক্ষা পরিকাঠামো যুগ্মশক্তি ও কৌশলগত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। পহলগাঁও – এ জঙ্গী হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ৭ মে, ২০২৫ তারিখে অপারেশন সিঁদুর শুরু হয়। এই অভিযানে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে নির্ভুল হামলা চালানো হয়। কোনও সাধারণ মানুষের প্রাণহানি না ঘটিয়ে এই অভিযান ভারতের নৈতিকতা ও সামরিক দক্ষতার পরিচয় দেয়।
বিভিন্ন সংস্থার গোয়েন্দা বিভাগের তথ্যানুযায়ী, ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটির অবস্থান চিহ্নিত করা হয়। ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাটিজিস’ – এর তত্ত্বাবধানে এই ঘাঁটিগুলিকে ধ্বংস করা হয়। এই আক্রমণের পর পাকিস্তান ভারতের বিমান ঘাঁটি ও কৌশলগত পরিকাঠামোর উপর আক্রমণ চালায়। আগ্নেয় শক্তি ও বৈদ্যুতিন যুদ্ধের মাধ্যমে পাকিস্তানী ড্রোন এবং ইউসিএভি হামলা প্রতিহত করা হয়। এই সাফল্যে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি (আইসিসিএস) বিপদ চিহ্নিত ও মূল্যায়ন করে বিশেষ ভূমিকা পালন করে।
পাকিস্তানের নূর খান ও রহিমিয়ার খান এয়ারবেস আক্রমণ করা হয়। আকাশ, পেচোরা এবং ওএসএ – একেএ সিস্টেম মাধ্যমে শত্রু পক্ষের ড্রোনগুলি ধ্বংস করা হয়। ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম – এর দরুণ দ্রুত ও সমন্বিত প্রতিরোধ সম্ভব হয়।
স্থল সেনা প্রতিরক্ষা ও আক্রমণ – উভয় ক্ষেত্রেই তাদের প্রস্তুতি ও পারদর্শিতার নিদর্শন রাখে। ম্যানপ্যাডস্, এলএলএডি এবং এসএএম সিস্টেম ব্যবহার করে স্থল সেনা নানা স্তরে প্রতিরক্ষা গড়ে তোলে। তাদের স্ট্রাইক ফোর্স সীমান্তে এক জোটে হামলা চালায়। কোনও ঝুঁকি ছাড়াই তারা বায়ুসেনার সহযোগিতায় লক্ষ্যভেদ করতে সক্ষম হয়।
অপারেশন সিঁদুর – এ নৌ-সেনা সামুদ্রিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিগ-২৯কে এবং এ ই ডব্লিউ হেলিকপ্টার সহ ক্যারিয়ার ব্যাটল গ্রুপ আরব সাগরে আধিপত্য প্রতিষ্ঠা করে। মাকরান উপকূল সুরক্ষিত করে এবং শত্রু বিমান প্রতিহত করতে প্রস্তুত থাকে। নৌ-সেনা মোতায়েন থাকায় পাক বায়ুসেনা কার্যত তাদের পশ্চিম তট থেকে নির্মূল হয়ে যায়। নৌ-সেনার বিমান চালকরা ঘন ঘন উড়ান চালিয়ে এই কাজে বিশেষ ভূমিকা পালন করে।
বিএসএফ:
জম্মু ও কাশ্মীরের সাম্বায় বিএসএফ একটি বড় অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে। এতে দু’জন জঙ্গী নিহত হয় এবং তাদের অস্ত্রগুলি উদ্ধার হয়। এরফলে, সীমান্ত নিরাপত্তায় বিএসএফ – এর তৎপরতা দেখা যায়।
অপারেশন সিঁদুর কেবল সফলই হয়নি, তা পাকিস্তানের কাছে একটি কৌশলগত বার্তা পাঠায়। স্থল, জল ও আকাশে সঠিক সংযুক্ত ও প্রভাবশালী আক্রমণের ক্ষমতা যে ভারত রাখে, তা এর মাধ্যমে প্রদর্শিত হয়। ভারতের প্রতিরক্ষার ইতিহাসে অপারেশন সিঁদুর স্মরণীয় হয়ে থাকবে।
সশস্ত্র বাহিনীগুলিকে সংযুক্ত করায় কেন্দ্রীয় সরকারের প্রধান উদ্যোগগুলি:
চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) – ২০১৯ সালে প্রথম নিযুক্ত সিডিএস প্রতিরক্ষা দপ্তরের প্রধান। তিনি ক্রয়, প্রশিক্ষণ এবং থিয়েটার কমান্ড গঠনে তিন বাহিনীর সমন্বয় ঘটান এবং প্রধানমন্ত্রীকে পারমাণবিক অস্ত্র বিষয়ে পরামর্শ দেন।
প্রধান ভূমিকা –
• তিন বাহিনীর উপর তত্ত্বাবধান চালানো।
• প্রশিক্ষণ, কর্মী নিয়োগ ও নেতৃত্বের পরিকাঠামোয় সমন্বয় স্থাপন।
• সাইবার ও মহাকাশ কমান্ডের মতো যুগ্ম প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়া।
• নিউক্লিয়ার কমান্ড অথরিটি এবং অন্যান্য প্রতিরক্ষা কৌশল সমিতির আলোচনায় অংশগ্রহণ করা।
• সম্পদ, যুদ্ধ প্রস্তুতি ও বর্জ্য নিয়ন্ত্রণে সংস্কার ঘটানো।
• দূরদর্শী, সম্পদ ক্রয় ও তিন বাহিনীর প্রয়োজন মেটানোর কৌশল কার্যকর করা।
ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড (আইটিসি) – ভূখন্ড ও যুদ্ধ ক্ষেত্র-ভিত্তিক নেতৃত্ব গঠনের মাধ্যমে স্থল, নৌ ও বায়ুসেনার একক দল গঠন করা হচ্ছে। এতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া সম্ভব হবে। সিডিএস অনিল চৌহান জানিয়েছেন, আইটিসি স্থাপনের জন্য যুগ্মতা ও সংহতির বিশেষ প্রয়োজন। শাসনকারী আরটিএস কাজের থেকে এর ভূমিকা যথেষ্ট আলাদা হবে, যাতে সেনা আধিকারিকরা বহুমাতৃক প্রতিরক্ষার প্রতি মনোনিবেশ করতে পারেন।
ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স (ডিএমএ) – ২০২০ সালে গঠিত এই দপ্তর সিডিএস – এর নেতৃত্বে তিন বাহিনীর সমন্বয়, উন্নতি ও ব্যয়ভার সংক্রান্ত কাজ করে। এর মধ্যে রয়েছে -
• তিন বাহিনীর নেতৃত্ব।
• প্রতিরক্ষা মন্ত্রকের তিন বাহিনীর শীর্ষ দপ্তরের কাজ সামলানো।
• ক্রয়, প্রশিক্ষণ ও নিয়োগে সংহতি স্থাপন।
• সামরিক নেতৃত্বে সংস্কারের ব্যবস্থা করা।
ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন আইন, ২০২৩ – এই আইন তিন বাহিনীর সেনা আধিকারিকদের অধীনস্থ অন্য বাহিনীর সদস্যদের উপর নেতৃত্বের ক্ষমতা প্রদান করে। এতে ভবিষ্যতে থিয়েটার কমান্ড স্থাপনের পথ প্রশস্ত হবে। এই আইনের মধ্যে রয়েছে –
• যুগ্ম নেতৃত্বের ব্যবস্থা।
• দ্রুত কার্য সম্পাদন।
• যৌথ কৃষ্টি স্থাপন।
• আঞ্চলিক নেতৃত্বের আইনি পরিকাঠামো।
• বাহিনীর পরিচিতি রক্ষা।
জয়েন্ট লজিস্টিকস্ নোডস্ (জেএলএন) – মুম্বাই, গুয়াহাটি ও পোর্টব্লেয়ারে ২০২১ সাল থেকে এই কেন্দ্রগুলি চালু করা হয়। এই কেন্দ্রগুলি তিন বাহিনীর রশদ সরবরাহ ও সহায়তার কাজ করে অর্থ ও মানবসম্পদের প্রয়োজন হ্রাস করে।
যৌথ প্রশিক্ষণ ও সম্মেলন – তিন বাহিনীর ভবিষ্যৎ যুদ্ধ শিক্ষা ২০২৪-২৫ আধিকারিকদের আধুনিক যুদ্ধ কৌশলের শিক্ষা প্রদান করে। প্রতিরক্ষা মন্ত্রকের ইন্টিগ্রেটেড স্টাফ – এর শীর্ষ দপ্তরে, মেজর জেনারেল এবং অন্যান্য বাহিনীর সমগোত্রীয় আধিকারিকদের জন্য এই প্রশিক্ষণ জেনারেল অনিল চৌহানের নেতৃত্বে ২৩-২৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রথমবার এবং ২১ এপ্রিল, ২০২৫ থেকে ৯ মে, ২০২৫ পর্যন্ত দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়।
ডিফেন্স সার্ভিসেস টেকনিক্যাল স্টাফ কোর্স (২০২৪) – পুণের মিলিটে আয়োজিত এই কোর্সে ১৬৬ জন ভারতীয় ও বিদেশি আধিকারিকরা অংশগ্রহণ করেন। ট্রাই সার্ভিসেস জয়েন্ট ট্রেনিং টিমস্ - এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কোর্স সংহতি ও বহুমাতৃক তৎপরতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরিবর্তন চিন্তন কনফারেন্স – ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিন বাহিনীর উচ্চ পর্যায়ের এই পর্যালোচনা ২০২৪ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। যুগ্মতা ও সংহতি স্থাপনের ক্ষেত্রে নতুন চিন্তা ও ধারণা প্রস্ফুটিত করা এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
নৌ ও বায়ুসেনাকে একত্রিত করে ভারত মহাসাগরে ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিশেষ আলোচনাসভা – সেন্টার ফর এয়ার পাওয়ার স্টাডিজ দক্ষিণ এয়ার কমান্ডের শীর্ষ দপ্তরে এই সভা ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। তিন বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত আধিকারিকরা তাঁদের মূল্যবান মতামত বিনিময় করেন।
যৌথ মহড়া – তিন বাহিনী একত্রিতভাবে ২৫ – ২৭ মার্চ, ২০২৫ তারিখে এক্সারসাইজ প্রচন্ড প্রহার, ২০২৫ – এর আয়োজন করে অরুণাচল প্রদেশের উত্তর সীমান্তে। এটি গত বছর নভেম্বরে অনুষ্ঠিত এক্সারসাইজ পূরবী প্রহার – এর উত্তরসূরী।
অপারেশন ডেজার্ট হান্ট, ২০২৫ – বায়ুসেনার নেতৃত্বে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ – এ যোধপুরে অনুষ্ঠিত হয়। তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা যে কোনও বিপজ্জনক পরিস্থিতির দ্রুত ও সঠিক মোকাবিলার ক্ষমতা বাড়াতে এই মহড়ায় অংশগ্রহণ করে।
ডিফেন্স কম্যুনিকেশন নেটওয়ার্ক (ডিসিএন) – এটি একটি কৌশলগত, সুরক্ষিত এবং উন্নত তথ্য সরবরাহের ব্যবস্থা। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের সাফল্যে এক উজ্জ্বল নজির। তিন বাহিনীর মধ্যে তথ্য সরবরাহের ব্যবস্থাকে আরও কার্যকর করতে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম – এই ব্যবস্থা অপারেশন সিঁদুর – এর সময় তার গুরুত্ব প্রমাণ করে। ভবিষ্যতে প্রত্যুত্তরের ক্ষেত্রে তিন বাহিনীর সংহতি এই ব্যবস্থার জন্য আরও উন্নত হবে।
ইয়ার অফ ডিফেন্স রিফর্মস্ ২০২৫ – প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং মন্ত্রকের সমস্ত সচিবদের সঙ্গে বৈঠক করে বলেন, সংহতি, সহযোগিতা ও ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড স্থাপনের ক্ষেত্রে ২০২৫’কে সংস্কারের বর্ষ হিসেবে পালন করা হবে।
উপসংহার – অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনীর সমন্বিত ভবিষ্যতের সূত্রপাত করে। স্থল, নৌ, বায়ুসেনা, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগগুলি একসঙ্গে কাজ করার দক্ষতার প্রমাণ রাখে। সরকার সংস্কারমূলক পদক্ষেপ ও রাজনৈতিক নেতৃত্বের দৃঢ়তায় ভারতীয় সেনাবাহিনীকে এক সংঘবদ্ধ ও শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত হতে সাহায্য করছে। ভবিষ্যতে আমাদের বাহিনী দেশের রক্ষায় আরও প্রস্তুত সংঘবদ্ধ ও সজাগ থাকবে।
সূত্র:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107177
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2023710
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1597425
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2057584
https://mod.gov.in/sites/default/files/AR_0.pdf
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2021210
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2122831
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2106207
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2089184
https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=198903
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1601812
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708998
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017419
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128748
https://ddnews.gov.in/en/indian-armed-forces-conduct-tri-services-exercise-prachand-prahar/
https://ddnews.gov.in/en/akash-missile-iaccs-and-drones-drive-indias-defence-success-in-operation-sindoor/
https://www.mea.gov.in/media-briefings.htm?dtl/39474/Transcript+of+Special+Briefing+on+OPERATION+SINDOOR+May+07+2025
https://www.mea.gov.in/media-briefings.htm?dtl/39482/Transcript_of_Special_briefing_on_OPERATION_SINDOOR_May_09_2025
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/178/AU4977.pdf?source=pqals
https://ddnews.gov.in/en/bsf-foils-major-infiltration-bid-along-international-border-in-samba/
https://www.mod.gov.in/sites/default/files/0201202402.pdf
https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=146663
SC/RS/SB…
(Release ID: 2129648)