রেলমন্ত্রক
রক্সৌলে মানব চোরা চালানের প্রয়াস ব্যর্থ করে দিল আরপিএফ, অপারেশন আহট অভিযানে চার জন নাবালিকা উদ্ধার
Posted On:
16 MAY 2025 2:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মে, ২০২৫
দ্রুত এবং সমন্বিত ব্যবস্থার মধ্য দিয়ে রক্সৌল রেলওয়ে স্টেশনে ১৩মে সকালে মানব চোরা চালানের প্রয়াসকে ব্যর্থ করে দিয়েছে আরপিএফ। চার জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। শিশু সুরক্ষায় এই অভিযান বাহিনীর অবিচল দায়বদ্ধতাকে প্রমাণ করে।
গোপন সূত্রের খবর পেয়ে রক্সৌল পোস্ট – এর আরপিএফ এক সমন্বিত প্রয়াসের মধ্য দিয়ে ট্রেন নম্বর – ১৫২৭৩ রক্সৌল – আনন্দ বিহার সত্যাগ্রহ এক্সপ্রেসের গতিরোধ করে এবং সেখান থেকে চার জন নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে রক্ষা করে। এদের বয়স ১৩-১৭’র মধ্যে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মিথ্যা কাজের প্রতিশ্রুতি দিয়ে নেপাল থেকে এইসব নাবালিকাদের চোরা চালান করা হচ্ছিল। চোরা চালানকারীরা সীমান্ত এলাকা থেকে নানারকম প্রলোভন দেখিয়ে প্রায়সই এই জাতীয় চোরাচালান করে থাকে। এই ঘটনায় চোরাচালানকারীদের আটক করা হয়েছে। এই নাবালিকাদের সুরক্ষার স্বার্থে তাদের শিশু সুরক্ষা কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে। আরপিএফ – এর মহানির্দেশক শ্রী মনোজ যাদব বলেন, মানব চোরাচালান রোধে আরপিএফ সতর্ক প্রহরীর ভূমিকা পালন করছে।
SC/AB/SB
(Release ID: 2129247)