স্বরাষ্ট্র মন্ত্রক
দিল্লির এইমস-এ গিয়ে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে কারেগুট্টা পাহাড়ে নকশালদমন অভিযানে আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ
Posted On:
15 MAY 2025 7:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ মে, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ দিল্লির এইমস ট্রমা সেন্টারে গিয়ে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে কারেগুট্টা পাহাড়ে নকশালদমন অভিযানে আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে দেখা করেন। ওই অভিযানে ৩১ জন নকশালবাদীর মৃত্যু হয়।
এক্স বার্তায় অমিত শাহ বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী তাদের শৌর্য্যের মাধ্যমে দেশ থেকে নকশালবাদ মুছে দিচ্ছে। আজ দিল্লির এইমস ট্রমা সেন্টারে গিয়ে আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তাঁদের বলেছি, গোটা দেশ তাঁদের জন্য গর্ববোধ করছে।
শ্রী অমিত শাহ বলেন, এই বীর সৈনিকরা ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে টানা ২১ দিন ধরে অভিযান চালিয়ে ৩১ জন নকশালবাদীকে মেরেছেন। সারা দেশ তাঁদের সাহস ও বীরত্বের জন্য গর্বিত।
SC/SD/SKD
(Release ID: 2129041)