জাহাজচলাচলমন্ত্রক
ভারতের প্রধান প্রধান বন্দরগুলির ঐতিহাসিক মাইলফলক অর্জন
Posted On:
13 MAY 2025 11:59AM by PIB Kolkata
নতুন দিল্লি ১৩ মে ২০২৫
বিগত এক দশকের অগ্রগতির সঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য পরিবহন, পরিচালনগত দক্ষতা এবং পরিকাঠামোর আধুনিকীকরণের ক্ষেত্রে ভারতের প্রধান প্রধান বন্দরগুলি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।
২০২৪-২৫ অর্থবর্ষে দেশের প্রথমসারির বন্দরগুলির পণ্য পরিবহন বেড়েছে ৪.৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে ৮১৯ মিলিয়ন টন থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য পরিবহন ৮৫৫ মিলিয়ন টনে পৌঁছেছে।
এই বন্দরগুলিতে উল্লেখযোগ্য যে সব পণ্য পরিবহন করা হয়েছে, তার মধ্যে রয়েছে, পেট্রোলিয়াম, তেল ও লুব্রিক্যান্ট সহ অশোধিত তেল, পেট্রোলিয়াম সামগ্রী, এলপিজি ও এলএনজি।
এই প্রথম পারাদ্বীপ বন্দর এবং দীনদয়াল বন্দরে পণ্য চলাচলের পরিমাণ ১৫০ মিলিয়ন টন ছাড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে বন্দরগুলির ৯৬২ একর জমি শিল্পায়নের কাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে, গত অর্থবর্ষে বন্দরগুলির আয় হয়েছে ৭,৫৬৫ কোটি টাকা। এছাড়া, ভবিষ্যতে আরও ৬৮,৭৮০ কোটি টাকা লগ্নি আশা করা হচ্ছে।
প্রধান প্রধান বন্দরগুলিতে পিপিপি মডেলের প্রকল্পগুলিতে লগ্নি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে ১,৩২৯ কোটি টাকা থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৮৬ কোটি টাকা।
এই সাফল্য নিয়ে তাঁর গর্বের কথা জানিয়ে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, মন্ত্রক, বন্দর কর্তৃপক্ষ, আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্মীদের নিষ্ঠা ও সংকল্প ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
SC/MP/CS
(Release ID: 2128350)