প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 12 MAY 2025 8:47AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ মে, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকল নাগরিককে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

"সকল দেশবাসীকে বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সত্য, সাম্য এবং সদ্ভাবের উপর প্রতিষ্ঠিত ভগবান বুদ্ধের বার্তা মানবতার পথপ্রদর্শক। ত্যাগ ও তপস্যায় সমর্পিত তাঁর জীবন গোটা বিশ্বকে করুণা এবং শান্তির জন্য চিরকাল অনুপ্রাণিত করে যাবে।"

 

SC/AP/SKD


(Release ID: 2128313) Visitor Counter : 2