উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

বন আমাদের ফুসফুস, বন জলবায়ু নিয়ন্ত্রণ করে, দুর্যোগ মোকাবিলা করে এবং প্রান্তিক শ্রেণীর মানুষকে সাহায্য করে, বললেন উপ-রাষ্ট্রপতি

Posted On: 05 MAY 2025 1:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ মে, ২০২৫ 

 

উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় বলেছেন, বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন আমাদের ফুসফুস। যদি একটি দেশের বন ভালো অবস্থায় থাকে, তা হলে সেই দেশের জনগণের স্বাস্থ্য যথাযথ থাকে। কৃষি আমাদের জীবনরেখা। আমরা বনের প্রয়োজনীয়তা যথাযথভাবে বুঝতে পারি না। বন জলবায়ু নিয়ন্ত্রণ করে। বিপর্যয় কম করতে বিশেষ করে, দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর জনগণের জন্য জীবিকা নির্বাহের কাজেও সাহায্য করে বন। 
সিরসির বন বিভাগের কলেজে আয়োজিত জাতি গঠনে বনাঞ্চলের ভূমিকা শীর্ষক একটি অনুষ্ঠানে শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন উপ-রাষ্ট্রপতি। শ্রী ধনখড় সতর্ক করে দিয়ে বলেন যে, আমাদের বন রক্ষা করার জন্য সম্ভাব্য সবরকম ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কারণ, জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। উপ-রাষ্ট্রপতি বলেন, স্থায়িত্ব কেবলমাত্র অর্থনীতির জন্য নয়, সুস্থ জীবনযাপনের জন্যও গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদ আমরা কোনোভাবেই নির্বিচারে শোষণ করতে পারি না। আমাদের নিজেদেরকে ন্যূনতম প্রয়োজনীয় জিনিসের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিৎ। সকলকেই এই বিষয়ে সচেতন হতে হবে। 
পরিবেশ সচেতনতার প্রতি আহ্বান জানিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, আমরা আমাদের মাতৃভূমি, পরিবেশ, বন, বাস্তুতন্ত্র, উদ্ভিদ এবং প্রাণী জগতের রক্ষক – এই বার্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। বর্তমানে আমরা পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য উদ্ভূত গুরুতর সঙ্কট মোকাবিলার উপায় খুঁজে বের করার পরীক্ষার মুখোমুখী।
সুস্থিত ভবিষ্যৎ গঠনে শিক্ষার ভূমিকার উপর জোর দেন উপ-রাষ্ট্রপতি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে কৌতুহলী হয়ে উঠতে হবে। নতুন জ্ঞান অর্জনের ইচ্ছাশক্তি ক্রমশ বাড়াতে হবে। উপ-রাষ্ট্রপতি বলেন, পড়ুয়ারা বর্তমানে যে বিষয়টি নিয়ে পড়াশোনা করছেন, তাতে চিকিৎসা ও উৎপাদনের মূল চাবিকাঠি রয়েছে। প্রতিষ্ঠানের প্রাকৃতিক পরিবেশের প্রশংসা করে উপ-রাষ্ট্রপতি বলেন, এই ধরনের পরিবেশ শ্রেণীকক্ষের পরিবেশকেই বদলে দেয়। এখানকার দৃশ্য অত্যন্ত মনোরম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট, কর্ণাটক বিধানসভার চেয়ারম্যান শ্রী বাসবরাজ এস হোরাট্টি, ধারোয়ার কৃষি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য বিশিষ্ট জনেরা। 

 

SC/PM/SB


(Release ID: 2127070) Visitor Counter : 6