WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ওয়েভস ২০২৫ : একটি গণ আন্দোলন যা প্রত্যেক সৃজনশীল ব্যক্তিকে তারকায় পরিণত করেছে

 Posted On: 04 MAY 2025 7:48PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ৪  মে, ২০২৫

 

ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস ২০২৫)-এর প্রথম সংস্করণের আজ সমাপ্তি ঘটল মুম্বাইতে উদ্দীপনার সঙ্গে। প্রদর্শক, শিল্পপতি, স্টার্টআপ, নীতি প্রণেতা, শিক্ষাবিদ এবং সাধারণ মানুষের বিপুল সাড়ার মাধ্যমে। এই শিখর সম্মেলন সংবাদ মাধ্যম এবং মনোরঞ্জন পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ সঙ্গমস্থল হয়ে উঠল। শিল্পের প্রতিটি ক্ষেত্র থেকে অংশগ্রহণ হল- খ্যাতনামা শিল্পী এবং প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটার প্রযুক্তি উদ্ভাবক এবং কর্পোরেট নেতা পর্যন্ত। প্রদর্শনী, আলোচনা এবং একান্ত সহযোগিতার প্রাণবন্ত সম্মিলনে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করলো প্রবল জনসমাগম এবং সংবাদ মাধ্যম এবং মনোরঞ্জনের উদীয়মান বিশ্বশক্তি হিসেবে ভারতের অবস্থানকে পুনরায় স্থাপন করলো।

সৃজনশীলতা, প্রযুক্তি এবং কাহিনী গঠনের এই উদযাপনের প্রথম সংস্করণের শুরু হয়েছিল জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তারকা খচিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের মাধ্যমে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ওয়েভস শুধুমাত্র একটি শব্দবন্ধ নয়, এটি সংস্কৃতি, সৃজনশীলতা এবং বিশ্ব সংযোগের তরঙ্গ। প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারত চলচ্চিত্র প্রযোজনা, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ফ্যাশন, সঙ্গীত এবং লাইভ কনসার্টের গ্লোবাল হাব হিসেবে উঠে আসছে। তিনি বিশ্বের সকল সৃজনশীল ব্যক্তিকে আরও বড় স্বপ্ন দেখতে এবং তাদের কাহিনী বলতে আহ্বান জানান : বিনিয়োগকারীদের বলেন, শুধুমাত্র একটি মঞ্চে নয়, মানুষের জন্য এবং ভারতীয় যুবাদের জন্য লগ্নি করতে যাতে তারা তাদের ১০০ কোটি না বলা কাহিনী বিশ্বের কাছে বলতে পারে। ওয়েভস-কে ভারতের অরেঞ্জ ইকোনমির ভোর হিসেবে বর্ণনা করে তিনি যুব সমাজকে এই সৃজনশীলতার উত্থানে নেতৃত্ব দিয়ে ভারতকে আন্তর্জাতিক ক্রিয়েটিভ হাবে পরিণত করার ডাক দেন। 

উচ্চ প্রভাবী জ্ঞান অধিবেশন

প্রধানমন্ত্রীর ভাবনাকে অনুসরণ করে ওয়েভস ২০২৫ গত ৪ দিন ধরে উচ্চমানের ভাবনা, দক্ষতা এবং ক্ষেত্রীয় অন্তর্দশনের একটি মঞ্চ হিসেবে কাজ করলো। কনফারেন্স ট্র্যাক আলোচনা এবং সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা নিল, যেখানে সমবেত হলেন সারা বিশ্বের চিন্তাদর্শী, শিল্পপতি, নীতি প্রণেতা এবং পেশাদাররা। নিখুঁতভাবে পরিকল্পিত একাধিক অধিবেশনের মাধ্যমে আলোচনা এবং ভাবনা বিনিময়ের মাধ্যমে শিখর সম্মেলনে আবিষ্কৃত হল নতুনতর উদ্ভাবন এবং ভবিষ্যৎ সংবাদ মাধ্যম ও মনোরঞ্জন শিল্পের রূপদানকারী নতুন নতুন কলাকৌশল। অধিবেশনগুলিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ শ্রেণীর নানা ধরনের অর্থবহ ভাবনার আদান-প্রদান হল।

ওয়েভস-এর এই প্রথম সংস্করণ পরিচিত হবে উচ্চপ্রভাবী জ্ঞান অধিবেশনের জন্য যেখানে ব্রডকাস্টিং ও ইনফোটেনমেন্ট, এবিজিসি-এক্সআর, ডিজিটাল মিডিয়া এবং চলচ্চিত্র সহ বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা হল। ১৪০টির বেশি অধিবেশনে ১০০-র বেশি বিদেশী বক্তা অংশ নিলেন। তিনটি প্রধান কক্ষে (প্রতিটি ১০০০ আসনবিশিষ্ট) এবং ৭৫-১৫০ আসন বিশিষ্ট আরও ৫টি হলে। ছিল উপচে পড়া ভিড়। বেশিরভাগ অধিবেশনেই হল ছিল পরিপূর্ণ।

বিশেষ অধিবেশনে ৫০টি মুখ্য বক্তৃতা করেন মুকেশ আম্বানী, টেড সারান্ডোজ, কিরণ মজুমদার শ, নীল মোহন, শান্তনু নারায়ণ, মার্ক রিড, অ্যাডাম মসেরি এবং নীতা আম্বানীর মতো বিশিষ্ট ব্যক্তিত্ব। বিবর্তিত মনোরঞ্জন শিল্প এবং ডিজিটাল রূপান্তর সংক্রান্ত গভীর প্রেক্ষিত নিয়ে তাঁদের ভাবনা প্রকাশ পেল। চিরঞ্জীবি, মোহনলাল, হেমা মালিনী, অক্ষয় কুমার, নাগার্জুন, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, আল্লু অর্জুন এবং শেখর কাপুর সহ চলচ্চিত্র তারকারা যাদের মধ্যে অনেকেই ওয়েভস উপদেষ্টা পর্ষদের সদস্য, তাঁরা ভার্চুয়াল প্রযোজনা এবং কৃত্রিম মেধার এই যুগে সিনেমা এবং কনটেন্ট তৈরি নিয়ে মননশীল আলোচনা করলেন। 

ওয়েভস ২০২৫-এ ৪০টি মাস্টার ক্লাস পরিকল্পিত হয়েছিল হাতেকলমে শিক্ষাদান এবং সৃজনশীলতার অন্বেষণে। অংশগ্রহণকারীরা শিল্পের নানা কলাকৌশলের সঙ্গে পরিচিত হলেন। আমীর খানের আর্ট অফ অ্যাক্টিং, ফারহান আখতারের ক্র্যাফ্ট অফ ডিরেকশন এবং মাইকেল লেম্যানের ইনসাইড সিন টু ফিল্ম মেকিং-এর মতো অধিবেশনের মাধ্যমে। অন্যান্য অধিবেশনে পর্দার পিছনের কাহিনী জানা গেল যেমন আমাজন প্রাইমে পঞ্চায়েত তৈরি, এয়ার লেন্সের ডিজাইন, এআই অবতার নির্মাণ এবং জেনারেটিভ এআই ব্যবহার করে গেমস তৈরি। এইসব অধিবেশনগুলিতে পেশাদার এবং উদীয়মান ক্রিয়েটররা হাতে-কলমে জ্ঞানলাভ করলেন এবং দ্রুত পরিবর্তনশীল, সৃজনশীল, অর্থনীতিতে এগিয়ে থাকার উপকরণ লাভ করলেন। 

ওয়েভস-এ ৫৫টি ব্রেক আউট সেশনও ছিল যেখানে ব্রডকাস্টিং, ডিজিটাল মিডিয়া, ওটিটি, এআই, মিউজিক নিউজ, লাইভ ইভেন্ট, অ্যানিমেশন, গেমিং, ভার্চুয়াল প্রোডাকশন, কমিক এবং চলচ্চিত্র নির্মাণ নিয়ে গভীর আলোচনা হল। এইসব আলাপচারিতার অধিবেশনে মেটা, গুগল, আমাজন, এক্স, স্ন্যাপ, স্পটিফাই, ডিএনইজি, নেটফ্লিক্স এবং এনভিডিয়ার মতো প্রথম সারির কোম্পানীগুলির উচ্চপদস্থ পেশাদারদের পাশাপাশি ফিকি, সিআইআই এবং আইএমআইএ-র মতো শিল্পপতিদের সংস্থার প্রতিনিধিরাও মিলিত হলেন। ক্ষেত্র কেন্দ্রিক নির্দিষ্ট ভাবনা এবং সহযোগিতা গড়ে তুলতে আলোচনা করা হল গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এবং বৃদ্ধি এবং উদ্ভাবনের নতুন পথ দেখানো হল।

ওয়েভস বাজারে ১,৩২৮ কোটি টাকার বাণিজ্য চুক্তি হল ; মহারাষ্ট্র সরকার ৮০০০ কোটি টাকার মউ সাক্ষর করল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ক্ষেত্রে

ওয়েভস বাজারের প্রথম সংস্করণ আয়োজিত হল ওয়েভস-এর অধীনেই। দুর্দান্ত সাফল্য এল। সৃজনশীল শিল্পে আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতার প্রথম সারির প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। ফিল্ম, মিউজিক, রেডিও, ভিএফএক্স এবং অ্যানিমেশন ক্ষেত্রে ১৩২৮ কোটি টাকা বাণিজ্যিক লেনদেন হল। এর মধ্যে ৯৭১ কোটি টাকা এলো শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনা থেকে। বাজারের বৈশিষ্ট ছিল ক্রেতা-বিক্রেতা বাজার যেখানে ৩০০০-এর বেশি বি২বি বৈঠক হল। বড় সাফল্য এল আন্তর্জাতিক সহযোগিতা ক্ষেত্র। ফিল্ম ইন্ডিয়া স্কিম কালেক্টিভ এবং নিউজিল্যান্ডের স্ক্রিন ক্যান্টারবেরি এনজেড ঘোষণা করল নিউজিল্যান্ডে সর্বপ্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তাব। সিইও তুষার কুমার এবং রুশ সংস্থা গাজপ্রম মিডিয়ার সিইও আলেকজান্ডার ঝারভ, দু-দেশের সাংস্কৃতিক উৎসব আয়োজন করার এবং রাশিয়া ও ভারতের কমেডি এবং মিউজিক শো আয়োজনে সহযোগিতার জন্য মউ নিয়ে দ্রুত আলোচনা ঘোষণা করলেন। এটা আরও একটি সাফল্য। প্রাইম ভিডিও অ্যান্ড সিজি ইএনএম-এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত ঘোষণা বাজারের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা যেখানে প্রথম সারির কোরিয়ান কনটেন্ট আন্তর্জাতিক স্তরে পরিবেশনের জন্য কৌশলগত অংশীদারিত্ব প্রকাশ পেল। আরও একটি মাইলফলক হল ‘দেবী চৌধুরানী’ ছবির ঘোষণা, এটা ভারতের প্রথম সরকারি ভারত-ব্রিটেন সহ-প্রযোজনা এবং ‘ভায়োলেটেড’ ছবিটি ব্রিটেনের ফিউশন ফ্লিক্স এবং জিভিডি ফিল্মস-এর সহ-প্রযোজনায় নির্মিত হতে চলেছে।

মহারাষ্ট্র সরকার ওয়েভস-এ ৮০০০ কোটি টাকায় মউ স্বাক্ষর করে শিখর সম্মেলনের বাণিজ্যিক মূল্য বাড়ালো। ইউনিভার্সিটি অফ ইয়র্ক এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে ১,৫০০ কোটি টাকা করে মউ স্বাক্ষরিত হল। এর পাশাপাশি রাজ্যের শিল্প দপ্তর প্রাইম ফোকাসের সঙ্গে ৩০০০ কোটি এবং গোদরেজের সঙ্গে ২০০০ কোটি টাকার মউ স্বাক্ষর করলো। 

সদস্য রাষ্ট্রগুলি গ্লোবাল মিডিয়া ডায়লগ ২০২৫-এ ওয়েভস ঘোষণাপত্র গ্রহণ করলো

মুম্বাইতে ওয়েভস-এ গ্লোবাল মিডিয়া ডায়লগ ২০২৫ আয়োজিত হল। এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিয়েছিল ৭৭টি দেশ। প্রমাণিত হল গ্লোবাল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা। আলোচনায় জোর দেওয়া হয় আন্তর্জাতিক সহযোগিতার শক্তিতে, যেখানে সাংস্কৃতিক সংবেদনশীলতাকে মর্যাদা দিয়ে সৃজনশীলতা লালন করা হবে। সদস্য দেশগুলি একযোগে ওয়েভস ঘোষণাপত্র গ্রহণ করল যাতে জোর দেওয়া হয়েছে ডিজিটাল বৈষম্য অবিলম্বে দূর করার প্রয়োজনীয়তার ওপর এবং আন্তর্জাতিক শান্তি ও মৈত্রীর প্রসারে সংবাদ মাধ্যমের পৃষ্ঠপোষকতায়। বিভিন্ন ধরনের সংস্কৃতিকে একসূত্রে বাঁধতে চলচ্চিত্রের গভীর প্রভাব নিয়ে আলোচনা হল। ক্রিয়েটর ইকোনমিতে ব্যক্তি কেন্দ্রিক কাহিনীর ক্রমবর্ধমান চাহিদা যা আরও বাড়িয়ে তুলেছে প্রযুক্তির উন্নতি। 

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর প্রযুক্তি এবং ঐতিহ্যের মধ্যে সম্মিলনের ওপর জোর দিলেন। দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনের মাধ্যমে যুব সমাজের ক্ষমতায়নের সপক্ষে বললেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব কনটেন্ট তৈরির ওপর প্রযুক্তির রূপান্তরকারী প্রভাব এবং স্থানীয় কনটেন্ট, সহ-প্রযোজনা চুক্তি এবং যৌথ তহবিল উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন। ভারতের ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ’ চিহ্নিত করলো ৭০০-র বেশি দেশ-বিদেশের নির্মাতাকে। দেখানো হল ছবিগুলি। সেগুলি পরবর্তী সংস্করণে ২৫টি ভাষায়  করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট আন্তর্জাতিক সহযোগিতার দৃঢ় ভিত রচনা হল এই সম্মেলনে। জোর দেওয়া হল সৃজনশীল উৎকর্ষে এবং নীতিসম্মত কনটেন্ট প্রযোজনায়।

ওয়েভএক্স: মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ক্ষেত্রে প্রত্যাশী স্টার্টআপদের জন্য একটি উত্থান মঞ্চ

ওয়েভস স্টার্টআপ অ্যাক্সিলারেটর ৩০টি এমঅ্যান্ডই স্টার্টআপকে বেছে নিয়েছে যারা তাদের অভিনব ভাবনা সরাসরি পৌঁছে দেবে ৫০টি বড় লগ্নিকারকদের অন্যতম লুমিকায় জিও কাবিল ওয়ার্মআপ ভেঞ্চার্সের মতো লগ্নিকারকদের কাছে। নথিভুক্তি হয় ১০০০-এর বেশি। এই উদ্যোগের ফল হিসেবে ৫০ কোটি টাকার লগ্নি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ১০০টির বেশি স্টার্টআপ তাদের ভাবনা এবং উৎপাদিত পণ্য প্রদর্শন করে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে নির্দিষ্ট স্টার্টআপ প্যাভিলিয়নে। ওয়েভএক্সএমন একটি উদ্যোগ যার লক্ষ্য স্টার্টআপদের জন্য সম্ভাব্য লগ্নির পরিমণ্ডল গড়ে তোলা এবং মিডিয়া ও এন্টারটেনমেন্ট ক্ষেত্রের প্রতি আগ্রহ আছে এমন প্রথম সারির বিনিয়োগকারীদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলা। টিয়ার১ এবং টিয়ার২-র স্টার্টআপগুলি ওয়েভ এক্স-এ জ্বলজ্বল করে উঠেছে এবং তাদের প্রতিষ্ঠাতারাও মধ্যমণি হয়েছেন। এইসব নির্মাতাদের আরও সুযোগ দিতে ওয়েভএক্সএকটি নেটওয়ার্ক তৈরি করবে যেখানে পরামর্শদাতা এবং লগ্নিকারী যোগ দেবেন। ওয়েভএক্সহচ্ছে এমন একটি সহায়ক ভাবনা যেখানে হস্তান্তরযোগ্য পণ্য নাও থাকতে পারে, কিন্তু একটি বড় সম্ভাবনা আছে। 

ওয়েভস ২০২৫-এ প্রকাশিত গুরুত্বপূর্ণ জ্ঞান প্রতিবেদন

তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন মুম্বাইতে ওয়েভস সামিট ২০২৫-এর ৫টি প্রধান প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদনে ভারতের প্রাণবন্ত মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট পরিমণ্ডলের সার্বিক ছবিটি পাওয়া যাবে। এতে আছে কনটেন্ট নির্মাণ, নীতি কাঠামো এবং লাইভ ইভেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

    স্যাটিস্টিক্যাল হ্যান্ডবুক অন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ২০২৪-২৫ : তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্বারা প্রস্তুত স্যাটিস্টিক্যাল হ্যান্ডবুকে পাওয়া যাবে ভারতের মিডিয়া মানচিত্রের তথ্য নির্ভর খুঁটিনাটি। ব্রডকাস্টিং, ডিজিটাল মিডিয়া, ফিল্ম সার্টিফিকেশন এবং পাবলিক মিডিয়া পরিষেবার ক্রমবর্ধমান ধারা। প্রামাণ্য সূত্রের ভিত্তিতে ভবিষ্যতের নীতি প্রণয়ন এবং শিল্পের কলাকৌশল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য।
    বিসিজি-র ফ্রম কনটেন্ট টু কমার্স : বোস্টন কনসাল্টিং গ্রুপের রিপোর্টে ভারতের ক্রিয়েটর ইকোনমির অতিবৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে সক্রিয় ডিজিটাল ক্রিয়েটারের সংখ্যা ২ থেকে ২.৫ মিলিয়ন। এই ক্রিয়েটররা বার্ষিক ৩৫০ বিলিয়ন ডলারের বেশি ব্যয়ে প্রভাব রাখে। ২০৩০-এর মধ্যে এই সংখ্যা ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্রিয়েটরের সঙ্গে লেনদেন সহযোগিতা নিয়ে দীর্ঘমেয়াদী বৈধ অংশীদারিত্ব তৈরির ওপর এতে জোর দেওয়া হয়েছে।
    আর্নস্ট অ্যান্ড ইয়াং-এর আ স্টুডিও কলড ইন্ডিয়া : আর্নস্ট অ্যান্ড ইয়াং-এর রিপোর্টে ভারতকে কনটেন্ট হাব হিসেবে দেখানো হয়েছে যার ভাষাগত ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরা হয়েছে। অ্যানিমেশন এবং ভিএফএক্স পরিষেবা ভারতের ৪০-৬০ শতাংশ সাশ্রয়ের কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও তুলে ধরা হয়েছে ভারতের ওটিটি কনটেন্টের জন্য আন্তর্জাতিক চাহিদার কথা যা আন্তর্জাতিক সাংস্কৃতিক কূটনীতিতে ভারতের ভূমিকাকে শক্তিশালী করছে।
    লিগ্যাল কারেন্ট অ্যান্ড লাইভ ইভেন্টস ইন্ডাস্ট্রি রিপোর্টস : খৈতান অ্যান্ড কোম্পানীর আইনী হ্যান্ডবুকে আছে বিপণনে প্রভাব সৃষ্টিকারী এবং বাধ্যবাধকতার নীতির মতো জরুরি বিষয়। যার থেকে মিডিয়া সংশ্লিষ্ট পক্ষ ভারতের বিধি নিয়ম সম্পর্কে জানতে পারে। এছাড়া ভারতের লাইভ ইভেন্ট শিল্প নিয়ে শ্বেতপত্রে এই ক্ষেত্রের ১৫% বৃদ্ধির হার তুলে ধরা হয়েছে উন্নত পরিকাঠামো এবং সহজ লাইসেন্স প্রক্রিয়ার পক্ষে সওয়াল করা হয়েছে এই ক্ষেত্রের বাড়বাড়ন্তকে সহায়তা করতে। 

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি : এ ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি (আইআইসিটি)- এই জাতীয় উৎকর্ষ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে মুম্বাইতে যেটি সৃষ্টিশীল অর্থনীতির জন্য ক্ষমতা বর্ধনে মাইলফলক হয়ে উঠবে। এবিজিসি-এক্সআর সেক্টরের জন্য নির্দিষ্ট এই প্রতিষ্ঠানটিকে ওয়েভস ২০২৫-এর তৃতীয় দিনে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। ওয়েভস-এ দেখা গেল আইআইসিটি-কে মিডিতা ও বিনোদন ক্ষেত্রে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করতে শিল্পপতি সংগঠনগুলির সঙ্গে কৌশলগত মউ চুক্তি। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব যিনি এই কৌশলগত সংগঠনের আনুষ্ঠানিক সূচনা করলেন, জোর দিলেন মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে বিশ্বনেতা হওয়ার জন্য ভারতের সম্ভাবনার ওপর। জানালেন আইআইসিটি এই ক্ষেত্রে একটি প্রথম সারির প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্যে এগোবে। যে সমস্ত কোম্পানী দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, সেগুলি হল জিও স্টার, অ্যাডোব, গুগল, ইউটিউব, মেটা, ওয়াকম, মাইক্রসফ্ট এবং এনভিডিয়া।

ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ অ্যান্ড ক্রিয়েটোস্ফেয়ার : আ গ্লোবাল সেলিব্রিশন অফ ক্রিয়েটিভ ট্যালেন্ট

ওয়েভস ২০২৫-এর একটি উল্লেখযোগ্য বিষয় হল ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ (সিআইসি) সিজন ১-এর মহান সমাপ্তি। এতে অংশ নিয়েছিল ৮০-টির বেশি দেশের প্রায় ১ লক্ষ প্রতিযোগী। ওয়েভস-এর অধীনে ফ্ল্যাগশিপ উদ্যোগ হিসেবে সূচিত সিআইসি-তে নানা বয়সের, ভূগোলের, শ্রেণীর প্রতিযোগী যোগ দেন। বিষয় বৈচিত্র্যও ছিল উল্লেখযোগ্য যেমন অ্যানিমেশন, এক্সআর, গেমিং, এআই, ফিল্ম মেকিং, ডিজিটাল মিউজিক এবং আরও অনেক কিছু। এই উদ্যোগ প্রত্যেক অংশগ্রহণকারী নির্মাতাকে তারকায় পরিণত করেছে। 

৩২টি বিভাগে ৭৫০-এর বেশি  ফাইনালিস্ট। ১১০০-র বেশি আন্তর্জাতিক প্রতিযোগীর সংখ্যা। এইসব প্রতিভাবান ব্যক্তিরা তাঁদের  কাজ ক্রিয়েটোস্ফিয়ারে প্রদর্শন করেছে। 

একটি প্রতিযোগিতায় আবদ্ধ না থেকে ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ একটি আন্দোলনের রূপ নিয়েছে। হয়েছে বৈচিত্র্য, তরুণ প্রাণশক্তি এবং ঐতিহ্য ও প্রযুক্তি নির্ভর কাহিনী কথনের উদযাপন। ফাইনালিস্টদের বয়স ছিল ১২-৬৬ বছর। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঠিক বলেছিলেন, যে যাত্রা সবে শুরু হয়েছে। যেখানে ইন্ডিয়ান ইন্সিটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজির মতো উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে গতি কেবল বৃদ্ধিই পাচ্ছে।

অষ্টম ন্যাশনাল কমিউনিটি রেডিও সম্মেলন এবং সিআর-দের জাতীয় পুরস্কার

ওয়েভস-এর অঙ্গ হিসেবে আয়োজিত হল অষ্টম ন্যাশনাল জাতীয় রেডিও সম্মেলন  যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন ১২টি অসাধারণ কমিউনিটি রেডিও স্টেশনকে সম্মানিত করলেন। সারা দেশের ৪০০র বেশি কমিউনিটি রেডিও স্টেশনের প্রতিনিধিরা অংশ নিলেন আলোচনা। বর্তমানে সারা দেশে কমিউনিটি রেডিও স্টেশনের সংখ্যা ৫৩১। 

ভারত প্যাভেলিয়ন-ইন্ডিয়াজ জার্নি ফ্রম কলা টু কোড

ওয়েভস ২০২৫-এ ভারত প্যাভেলিয়নে ভারতের চলমান কাহিনী কথনের ঐতিহ্য পরিদর্শন করলেন দর্শকরা। বহুল আদৃত হল জনসাধারণের কাছে। প্যাভেলিয়নের থিম ছিল ফ্রম কলা টু কোড। মৌখিক এবং দৃশ্যগত ঐতিহ্য থেকে আধুনিক ডিজিটাল উদ্ভাবন পর্যন্ত মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টে ক্ষেত্রে ভারতের বিবর্তন পরিলক্ষিত হল। 

ওয়েভস-এর সমাপ্তি হল ক্রিয়েটিভ অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে

ওয়েভস ২০২৫ বিশ্ব মঞ্চ হিসেবে একটি নতুন মাত্রা যোগ করলো যেখানে সম্মিলিত হল সৃজনশীলতা, বাণিজ্য এবং সহযোগিতা। ৭৭টি দেশের ওয়েভস ঘোষণা গৃহীত হওয়া, ওয়েভস বাজারের সাফল্য এবং ওয়েভএক্স অ্যাক্সিলারেটর যৌথভাবে ভবিষ্যতের ইঙ্গিত দিল যার শিকড় রয়েছে উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে। এই ঐতিহাসিক প্রথম সংস্করণের যবনিকা পতন হল যেখানে ওয়েভস শুধুমাত্র ভারতের সৃজনশীল শক্তির প্রদর্শন করলো তাই নয়, এক বিশ্বজনীন দীর্ঘমেয়াদী অভিযানের সূচনা করলো যা বিশ্ব জুড়ে সৃষ্টিশীল ব্যক্তিদের কণ্ঠকে অনুপ্রেরণা যোগাবে, লগ্নি করবে এবং তুলে ধরবে। 

https://x.com/WAVESummitIndia

https://x.com/MIB_India

https://x.com/PIB_India

https://x.com/PIBmumbai

https://www.instagram.com/wavesummitindia

https://www.instagram.com/mib_india

https://www.instagram.com/pibindia

 


SC/AP/NS…


Release ID: (Release ID: 2127067)   |   Visitor Counter: 7