প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে ৫৮,০০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

Posted On: 02 MAY 2025 6:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ মে ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে ৫৮,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "অমরাবতী হল ঐতিহ্য ও অগ্রগতির প্রতীক, যা বুদ্ধের শান্তির পরম্পরা রক্ষা এবং উন্নত ভারত নির্মাণে শক্তি যুগিয়ে চলেছে।" তিনি বলেন,  আজ যে সব প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে, সেগুলি অন্ধ্রপ্রদেশের আশা-আকাঙ্ক্ষা এবং ভারতের উন্নয়নের শক্তির ভিত্তি হয়ে উঠবে। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী শ্রী পবন কল্যাণকে শুভেচ্ছা জানান। 

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, 'স্বর্ণ অন্ধ্র'-এর নির্মাণ শুধুমাত্র একটি ইতিবাচক প্রতীক নয়, সেই সঙ্গে এটি ভারতের উন্নয়ন যাত্রাকে শক্তিশালী করবে। শ্রী মোদী বলেন, এটি শুধুমাত্র একটি শহর নয়, এটি অন্ধ্রপ্রদেশকে একটি আধুনিক রাজ্যে পরিণত করবে। 

তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবান্ধব শক্তি, পরিবেশবান্ধব শিল্প, শিক্ষা এবং স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে অমরাবতী একটি অগ্রণী শহর হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশের দ্রুত উন্নয়নে পুরোপুরি সহযোগিতা করে চলেছে কেন্দ্রীয় সরকার। 


শ্রী মোদী, শ্রী চন্দ্রবাবু নাইডুর দূরদৃষ্টির প্রশংসা করেন। শ্রী নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ দ্রুত অগ্রগতির পথে এগোবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। হাইকোর্ট, বিধানসভা, সচিবালয় এবং রাজভবন সহ গুরুত্বপূর্ণ ভবন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান শ্রী মোদী।

বিগত ১০ বছর ধরে ডিজিটাল এবং সামাজিক পরিকাঠামো ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, দ্রুততম আধুনিক পরিকাঠামো তৈরির ক্ষেত্রে ভারত বিশ্বে অন্যতম অগ্রণী দেশ হয়ে উঠেছে। তিনি বলেন, রাস্তা এবং রেল প্রকল্পগুলির জন্য অন্ধ্রপ্রদেশকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। পর্যটন এবং তীর্থস্থানগুলির উন্নয়নে তাঁর সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে রেল নেটওয়ার্কের দ্রুত বিস্তারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার। রেল প্রকল্পে অন্ধ্রপ্রদেশকে রেকর্ড পরিমাণ অর্থ প্রদানের কথাও উল্লেখ করেন শ্রী মোদী। তিনি জানান, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গনার জন্য রেল বাজেটে ৯০০ কোটি টাকারও কম বরাদ্দ করা হয়েছিল, সেখানে আজ শুধু অন্ধ্রপ্রদেশের জন্যই ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত ১০ বছরে অন্ধ্রপ্রদেশে ৭৫০টির বেশি রেল ফ্লাইওভার ও আন্ডারপাস তৈরি করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে বড় মাপের পরিকাঠামো প্রকল্পগুলির রূপায়ণে এখানকার সিমেন্ট, ইস্পাত এবং পরিবহণ পরিষেবার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকাঠামোর উন্নতির ফলে ভারতের তরুণরা সরাসরি উপকৃত হচ্ছেন, প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। 

প্রধানমন্ত্রী বলেন, "গরিব, কৃষক, যুব সম্প্রদায় এবং নারীর ক্ষমতায়ন হল উন্নত ভারতের মূল ভিত্তি।" কেন্দ্রের নীতিতে এই চারটি ভিত্তির ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষক কল্যাণকে কেন্দ্রীয় সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। কৃষকরা যাতে তাঁদের সাধ্যের মধ্যে সার কিনতে পারেন, সে জন্য গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার ১২ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় অন্ধ্রপ্রদেশে ৫,৫০০ কোটি টাকার বিমার নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অন্ধ্রপ্রদেশের কৃষকদের অ্যাকাউন্টে সারসরি ১৭,৫০০ কোটি টাকার বেশি হস্তান্তরিত করা হয়েছে। 

সেচ প্রকল্পগুলিতে ভারতের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের যাতে জলের সমস্যা না হয়, সেজন্য নদীগুলিকে সংযুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে মহাকাশ ক্ষেত্রের অগ্রগতিতে অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা প্রতিটি মহাকাশ মিশন লক্ষ লক্ষ ভারতবাসীকে গর্বিত করছে। ডিআরডিও-র একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের শক্তি অস্ত্র নয়, ভারতের শক্তি হল এর একতা। 

প্রধানমন্ত্রী বলেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবস (২১ জুন) অন্ধ্রপ্রদেশে উদযাপিত হবে এবং তিনি তাতে যোগ দেবেন। দ্রুত উন্নয়নের পথ ধরে নতুন অন্ধ্রপ্রদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং বলেন যে, এই কাজে তাঁর সরকার পুরোপুরি পাশে থাকবে। 

অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল শ্রী সঈদ আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী শ্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। 


প্রধানমন্ত্রী বিশ্বমানের পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অন্ধ্রপ্রদেশে আজ ৭টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া ৬টি জাতীয় সড়ক প্রকল্প এবং একটি রেল প্রকল্পের শিলান্যাস করেন। পাশাপাশি রাজ্য বিধানসভা, হাইকোর্ট, সচিবালয়, অন্যান্য প্রশাসনিক ভবন এবং আবাসন প্রকল্প সহ ১১,২২৪ কোটি টাকার বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী মোদী। 


SC/PM/AS


(Release ID: 2126515) Visitor Counter : 7