@font-face { font-family: 'Poppins'; src: url('/fonts/Poppins-Regular.ttf') format('truetype'); font-weight: 400; font-style: normal; } body { font-family: 'Poppins', sans-serif; } .hero { background: linear-gradient(to right, #003973, #e5e5be); color: white; padding: 60px 30px; text-align: center; } .hero h1 { font-size: 2.5rem; font-weight: 700; } .hero h4 { font-weight: 300; } .article-box { background: white; border-radius: 10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 40px 30px; margin-top: -40px; position: relative; z-index: 1; } .meta-info { font-size: 1em; color: #6c757d; text-align: center; } .alert-warning { font-weight: bold; font-size: 1.05rem; } .section-footer { margin-top: 40px; padding: 20px 0; font-size: 0.95rem; color: #555; border-top: 1px solid #ddd; } .global-footer { background: #343a40; color: white; padding: 40px 20px 20px; margin-top: 60px; } .social-icons i { font-size: 1.4rem; margin: 0 10px; color: #ccc; } .social-icons a:hover i { color: #fff; } .languages { font-size: 0.9rem; color: #aaa; } footer { background-image: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); } body { background: #f5f8fa; } .innner-page-main-about-us-content-right-part { background:#ffffff; border:none; width: 100% !important; float: left; border-radius:10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 0px 30px 40px 30px; margin-top: 3px; } .event-heading-background { background: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); color: white; padding: 20px 0; margin: 0px -30px 20px; padding: 10px 20px; } .viewsreleaseEvent { background-color: #fff3cd; padding: 20px 10px; box-shadow: 0 .5rem 1rem rgba(0, 0, 0, .15) !important; } } @media print { .hero { padding-top: 20px !important; padding-bottom: 20px !important; } .article-box { padding-top: 20px !important; } }
WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ভারতে শুটিং করতে চেয়ে এক বছরের মধ্যে ১০০ আবেদনপত্র পেশ : পৃথুল কুমার, এমডি, এনএফডিসি

 Posted On: 02 MAY 2025 10:09PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ২ মে ২০২৫

 

"এখন ভারতের সময়, গোটা বিশ্বের প্রত্যেকে এই দেশকে জানে"- মুম্বইয়ে অনুষ্ঠিত ওয়েভস ২০২৫-এ আজ 'লাইট, ক্যামেরা, ডেস্টিনেশন! ব্র্যান্ডিং ইন্ডিয়া থ্রু ফিল্ম' শীর্ষক এক প্যানেল আলোচনায় এই মতামত ব্যক্ত করেন অভিনেতা ভূমি পেড়নেকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব এবং এনএফডিসি-র ম্যানেজিং ডিরেক্টর শ্রী পৃথুল কুমার, প্রোডিউসার গিল্ডের সিইও শ্রী নীতিন তেজ আহুজা, গুজরাট সরকারের পর্যটন সচিব শ্রী রাজেন্দ্র কুমার এবং আইটিডিসি-র ম্যানেজিং ডিরেক্টর মুগ্ধা সিনহা এই আলোচনায় অংশ নেন। 

শ্রী পৃথুল কুমার জনান, আন্তর্জাতিক চিত্র নির্মাতা ও প্রযোজকদের ভারতে শুটিং-এর সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইন্ডিয়া সিনে হাব (আইসিএইচ) গড়ে তুলেছিল। এর ফলে এ পর্যন্ত পোর্টালের মাধ্যমে ভারতে শুটিং করার ইচ্ছাপ্রকাশ করে  শতাধিক আবেদনপত্র জমা পড়েছে। ২০২৩-এ সরকার এক্ষেত্রে বিশেষ ভর্তুকি চালু করেছে, যা বিদেশী চিত্র নির্মাতাদের উৎসাহিত করছে। 

ভূমি পেড়নেকার বলেন, বহু বিদেশী প্রোডাকশন সংস্থা আগামী দিনে ভারতে আসতে চলেছে। সিনেমার জন্যই বিশ্বের বহু অংশের মানুষ মুম্বইকে চেনে।

নীতিন তেজ আহুজা বলেন, সিনেমার জন্য জনপ্রিয় বহু জায়গা এখন পর্যটকদের গন্তব্য হয়ে উঠেছে। এ প্রসঙ্গে তিনি গুলমার্গের 'ববি' বাংলো, প্যাংগং লেক প্রভৃতির কথা উল্লেখ করেন। 

মুগ্ধা সিনহা বলেন, সিনেমা শুটিংয়ের জন্য আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বার খুলে দেওয়ার ব্যাপারে ভাবনা-চিন্তা করা যেতে পারে।

এই আলোচনাচক্রটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্রিয়েটিভ ইকোনোমি ফোরামের প্রতিষ্ঠাতা সুপ্রিয়া সুরি।

 

SC/PM/AS


Release ID: (Release ID: 2126513)   |   Visitor Counter: 21