প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী পয়লা ও দোসরা মে মহারাষ্ট্র, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ সফর করবেন

Posted On: 30 APR 2025 1:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ এপ্রিল, ২০২৫


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পয়লা ও দোসরা মে মহারাষ্ট্র, কেরালা ও অন্ধ্রপ্রদেশ সফর করবেন। তিনি পয়লা মে মুম্বাই যাবেন। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেন্টমেন্ট সামিট (ওয়েভস)-এর উদ্বোধন করবেন। 

এর পর তিনি যাবেন কেরালায়। দোসরা মে, সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি ভিঝিনজাম ইন্টারন্যাশনাল ডিপওয়াটার মাল্টিপারপাস সি-পোর্ট জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরপর অনুষ্ঠানের সমাবেশে ভাষণ দেবেন। 

পরে, তিনি অন্ধ্রপ্রদেশ সফর করবেন। বেলা সাড়ে ৩টে নাগাদ তিনি অমরাবতীতে ৫৮ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। তিনি একটি জনসভায় ভাষণও দেবেন। 

মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে ভারতের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেন্টমেন্ট সামিট-ওয়েভস ২০২৫-এর উদ্বোধন করবেন। ‘কানেকটিং ক্রিয়েটর্স, কানেকটিং কান্ট্রিজ’ ট্যাগলাইন সহ চারদিনের এই শীর্ষ সম্মেলন বিশ্বজুড়ে স্রষ্টা, স্টার্টআপ, শিল্প নেতৃত্ব এবং নীতি নির্ধারকদের একত্রিত করে ভারতকে গণমাধ্যম, বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত। 

সৃজনশীলতা, প্রযুক্তি এবং প্রতিভাকে কাজে লাগিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ওয়েভস চলচ্চিত্র, ওটিটি, গেমিং, কমিক্স, ডিজিটাল মিডিয়া, এআই, এভিজিসি-এক্সআর, সম্প্রচার এবং উদীয়মান প্রযুক্তিকে একত্রিত করবে, যা ভারতের গণমাধ্যম এবং বিনোদন ক্ষেত্রে দক্ষতার পরিচায়ক হয়ে উঠবে। ওয়েভস-এর লক্ষ্য ২০২৯ সালের মধ্যে ৫ হাজার কোটি মার্কিন ডলারের বাজার তৈরি করা। এতে বিশ্বের বিনোদন অর্থনীতিতে ভারতের অবস্থান সম্প্রসারিত হবে। 

ওয়েভস ২০২৫-এ ভারত প্রথমবার গ্লোবাল মিডিয়া ডায়ালগ (জিডিএম) আয়োজন করেছে। যেখানে ২৫টি দেশের মন্ত্রী পর্যায়ের অংশগ্রহণ থাকবে, যা বিশ্বব্যাপী গণমাধ্যম এবং বিনোদন জগতের সঙ্গে দেশের সম্পৃক্ততার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে উঠবে। এই সম্মেলনে ওয়েভস বাজারও থাকবে। এর লক্ষ্য দেশের এবং বিশ্বের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করা, বিস্তৃত নেটওয়ার্কিং ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা।

প্রধানমন্ত্রী ক্রিয়েটোস্ফিয়ার পরিদর্শন করবেন। প্রায় এক বছর আগে চালু হওয়া ৩২টি ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ থেকে নির্বাচিত উদ্ভাবকদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। ভারত প্যাভিলিয়ন ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। 

ওয়েভস ২০২৫-এ ৯০টিরও বেশি দেশ অংশগ্রহণ করছে। যেখানে ১০ হাজার জনেরও বেশি প্রতিনিধি, ১ হাজার জন উদ্ভাবক, ৩০০টিরও বেশি কোম্পানি যোগ দেবে। এই শীর্ষ সম্মেলনে সম্প্রচার, ইনফোটেইনমেন্ট, এভিজিসি-এক্সআর, চলচ্চিত্র এবং ডিজিটাল মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে ৪২টি পূর্ণাঙ্গ অধিবেশন, ৩৯টি ব্রেকআউট সেশন এবং ৩২টি মাস্টার ক্লাস থাকবে।

কেরালায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ৮ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের ভিঝিনজাম ইন্টারন্যাশনাল ডিপওয়ার্টার মাল্টিপারপাস সি-পোর্ট জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এটি দেশের প্রথম কন্টেনার ট্রান্সশিপমেন্ট বন্দর, যা বিকশিত ভারতের ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির অঙ্গ হিসেবে ভারতের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরমূলক অগ্রগতি। 

কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই বন্দর বিশ্ববাণিজ্যে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে। এতে সরবরাহ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে এবং পণ্য পরিবহণের জন্য বিদেশী বন্দরের উপর নির্ভরতা হ্রাস করবে। 

অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী অমরাবতীতে ৫৮ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। 

দেশজুড়ে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা এবং যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি অনুসারে প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশে ৭টি জাতীয় মহাসড়ক প্রকল্প উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের প্রশস্তকরণ, সড়ক সেতু এবং সাবওয়ে। এই প্রকল্পগুলি সড়ক নিরাপত্তা আরও জোরদার করবে, কর্মসংস্থানে সুযোগ তৈরি করবে। তিরুপতি, শ্রীকলাহস্তি, মালাকোন্ডা ও উদয়গিরি দুর্গের মতো ধর্মীয় এবং পর্যটন স্থানগুলিতে নিরন্তর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। প্রধানমন্ত্রী রেল পথে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি রেল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ৬টি জাতীয় মহাসড়ক প্রকল্প এবং একটি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পাশাপাশি তিনি ১১ হাজার ২৪০ কোটি টাকারও বেশি মূল্যের বিধানসভা, হাইকোর্ট, সচিবালয়, অন্যান্য প্রশাসনিক ভবন এবং ৫ হাজার ২০০টি পরিবারের জন্য আবাসন ভবন সহ একাধিক পরিকাঠামোগত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের নাগায়ালঙ্কায় প্রায় ১ হাজার ৪৬০ কোটি টাকা মূল্যের মিসাইল টেস্ট রেঞ্জ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখানে একটি উৎক্ষেপণ কেন্দ্র, প্রযুক্তিগত সুবিধা, দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার, টেলিমেট্রি এবং ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম থাকবে। এটি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী  করবে।

প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমের মধুরাওয়াড়ায় পিএম একতা মল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় সংহতি বৃদ্ধি, মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন যোগানো, এক জেলা এক পণ্যের বিষয়ে উৎসাহদান, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ শিল্পীদের ক্ষমতায়ণ এবং বাজারে দেশে উৎপাদিত পণ্যের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এর পরিকল্পনা করা হয়েছে।

 

SC/SS/SKD


(Release ID: 2125487) Visitor Counter : 6