WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ওয়েভস ২০২৫-এ হ্যান্ডহোল্ড ডিভাইস ডিজাইন চ্যালেঞ্জে ইনোভেট টু এডুকেট শাখায় ইন্ডিয়ান ডিজিটাল গেমিং সোসাইটির চূড়ান্ত পর্বের নির্বাচন

 Posted On: 27 APR 2025 4:53PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ২৭ এপ্রিল, ২০২৫

 

ইন্ডিয়ান ডিজিটাল গেমিং সোসাইটি – আইডিজিএস, ‘ইনোভেট টু এডুকেট : হ্যান্ডহোল্ড ডিভাইস ডিজাইন চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে যে ১০টি বিষয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেগুলির নাম ঘোষণা করেছে। ওয়ার্ল্ড অডিও-ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট বা ওয়েভস-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রক আইডিজিএসের সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। যুব সম্প্রদায়ের মধ্যে প্রযুক্তি, শিক্ষা এবং গেম তৈরির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করতে এই উদ্যোগ। এর মাধ্যমে যুব সম্প্রদায় প্রচলিত বিভিন্ন সরঞ্জামের সাহায্যে নতুন নতুন জিনিষ শিখতে অনুপ্রাণিত হবে। 


শিল্প, প্রযুক্তি এবং শিক্ষাজগতে প্রথম সারির ব্যক্তিত্বরা ১৮৫৬টি বিষয়ের মধ্য থেকে ১০টি বিষয়কে বাছাই করেছে।  এগুলি হল, 
১) কর্ণাটা পর্ব – কর্ণাটকের একটি গোষ্ঠী হস্তশিল্পের মাধ্যমে কম বয়সীদের শিক্ষাদানের একটি উদ্যোগ নিয়েছে। 
২) বিদ্যার্থী –শিশুদের জন্য স্মার্ট লার্নিং ট্যাবলেট 
কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের  তরুণ উদ্ভাবকরা স্বল্প মূল্যে এমন একটি সরঞ্জামের উদ্ভাবন করেছেন যেটি ইএসপি-৮২৬৬ অথবা ব়্যাস্পবেরি-পাই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্যকর হবে। এর সাহায্যে ইন্টারনেট ছাড়াই প্রচলিত পদ্ধতি ব্যবহার না করে শিশুদের জন্য শিক্ষাদানের একটি ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে।  

৩)টেক টাইটানস – তামিলনাড়ুর একটি গোষ্ঠীর উদ্যোগে মত-বিনিময়ের মাধ্যমে হাতের লেখা শেখানোর সরঞ্জাম। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চিরাচরিত লেখার পদ্ধতিকে কাজে লাগিয়ে এই সরঞ্জামটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কিভাবে লিখতে হয় শিশুরা তা জানতে পারবে। বহুভাষিক এই ব্যবস্থাপনায় অফলাইনে শিশুদের শিক্ষাদান সম্ভব হবে। এটি ব্যয়সাশ্রয়ীও। 

৪) প্রোটোমাইলস – দিল্লি, কেরালা, উত্তরপ্রদেশ এবং বিহারের উদ্ভাবকদের উদ্ভাবন, এডুস্পার্ক।
৬-৮ বছর বয়সী শিশুদের মধ্যে জানার আগ্রহকে বৃদ্ধি করতে কৃত্রিম মেধার সহায়তা এডুস্পার্ক উদ্ভাবন করা হয়েছে। সুডোকু থেকে অংকের বিভিন্ন ধাঁধার মাধ্যমে খেলার ছলে শিশুদের মধ্যে জানার কৌতূহল বৃদ্ধি করা হবে।  

৫) অ্যাপেক্স অ্যাচিভার –বডমাস কোয়েস্ট- তামিলনাড়ুর উদ্ভাবকরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে, তরুণ শিক্ষার্থীদের কাছে অংক করার সময় ব্র্যাকেট, অফ, গুণ-ভাগ, যোগ-বিয়োগ করার ক্ষেত্রে যে নানা সমস্যা দেখা দেয়, তা আর হবে না। নতুন এই ব্যবস্থাপনাটি অত্যাধুনিক ব্যবস্থার সাহায্যে খেলতে খেলতে শিশুদের অংক কষা শেখাবে।  

৬) সায়েন্সভার্স – ইন্দোনেশিয়ার উদ্ভাবকরা শিশুদের জন্য প্রচলিত সরঞ্জাম ব্যবহার করে মত-বিনিময়ের মাধ্যমে শিক্ষাদানের এই পদ্ধতি উদ্ভাবন করেছেন। 

৭) ভি-২০- তামিলনাড়ুর উদ্ভাবকরা খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের একটি পন্থা উদ্ভাবন করেছেন যাকে ভি-ফিট বলা হচ্ছে। 

৮) ওয়ারিয়র্স – দিল্লির উদ্ভাবকরা মহাশাস্ত্র বলে একটি ব্যবস্থাপনা উদ্ভাবন করেছেন। 
৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের জন্য উদ্ভাবনমূলক এই শিক্ষা ব্যবস্থাটির নাম মহাশাস্ত্র। এখানে বাস্তবের বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রশ্নোত্তর ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃত্রিম মেধার সাহায্যে পাঠদান করা হয়। এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। 

৯) কিড্ডিমৈত্রী – মুম্বাই, ওড়িশা এবং কর্ণাটকের উদ্ভাবকরা গাণিতিক শিক্ষার জন্য একটি গেমিং কনসোল উদ্ভাবন করেছেন। 
গাণিতিক শিক্ষার ক্ষেত্রে সারা বিশ্বের যে মান নির্ধারিত হয়েছে ভারতের ছাত্র-ছাত্রীদের মধ্যে অর্ধেকেরও বেশি সেই মান পর্যন্ত পৌঁছোতে পারে না। এই সমস্যার সমাধানে ২০২০-র জাতীয় শিক্ষানীতি থেকে অনুপ্রাণিত হয়ে কিড্ডিমৈত্রী হল নিজের ভাষায় শিক্ষাদানের একটি ব্যবস্থাপনা। এক্ষেত্রে প্রযুক্তির মধ্যে সম্বন্বয় ঘটিয়ে ভারতীয় মূল্যবোধের সহায়তায় শিক্ষাদানের এমন একটি কার্যকর ব্যবস্থাপনা উদ্ভাবন করা হয়েছে যা ছাত্র-ছাত্রীদের জন্য সহায়ক হবে।  

১০) ই-গ্রুটস – তামিলনাড়ুর উদ্ভাবকরা মাইক্রো কন্ট্রোলার মাস্টারি কিট উদ্ভাবন করেছেন। 

মুম্বাইয়ে আগামী ১লা থেকে ৪ঠা মে পর্যন্ত ওয়েভস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।  সম্মেলনে বাছাই করা এই ১০টি দল তাঁদের উদ্ভাবনগুলি উপস্থাপন করবে। বিজয়ী দলকে তথ্য ও সম্প্রচার মন্ত্রক পুরস্কৃত করবে।      


SC/ CB /AG


Release ID: (Release ID: 2124881)   |   Visitor Counter: 4