পঞ্চায়েতিরাজমন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে বিহারের মধুবনী থেকে গ্রামসভাগুলির উদ্দেশে ভাষণ দেবেন
Posted On:
23 APR 2025 3:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২৫
৭৩তম সংবিধান সংশোধনী আইন ১৯৯২-এর ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে ২৪ এপ্রিল, দেশজুড়ে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন করা হবে। ১৯৯২ সালের এই আইন অনুসারে পঞ্চায়েতগুলিকে গ্রামাঞ্চলে স্বশাসিত সংস্থা হিসেবে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। বিহারের মধুবনী জেলায় ঝাঁঝরপুর ব্লকে লোহনা উত্তর গ্রামপঞ্চায়েতে মূল অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। তিনি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি এবং গ্রামসভাগুলির উদ্দেশে ভাষণ দেবেন। এছাড়াও জাতীয় পঞ্চায়েত পুরস্কার ২০২৫ প্রদান করা হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, বিদ্যুৎ মন্ত্রক, রেল মন্ত্রক এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক – এই ৬টি মন্ত্রকের সঙ্গে একযোগে এবছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন করা হবে। সম্পূর্ণ সরকারি উদ্যোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করাই এর মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে একগুচ্ছ পরিকাঠামো সংক্রান্ত এবং কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে এলপিজি বটলিং প্ল্যান্ট, বৈদ্যুতিকীকরণের বিভিন্ন প্রকল্প, আবাসন প্রকল্প এবং রেল ও সড়ক পরিকাঠামো নির্মাণ। এই প্রকল্পগুলির বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাসন যোজনা গ্রামীণ ও নগরের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন-এর আওতায় সুবিধা প্রাপকদের সহায়তা করা হবে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিহার সহ ভারতের গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, পরিষেবা এবং বিভিন্ন আর্থিক ক্ষেত্রের মানোন্নয়ন ঘটবে।
জাতীয় পঞ্চায়েত পুরস্কারের আওতায় ক্লাইমেট অ্যাকশন স্পোশাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড, আত্মনির্ভর পঞ্চায়েত স্পেশাল অ্যাওয়ার্ড এবং পঞ্চায়েত ক্ষমতা নির্মাণ সর্বোত্তম সংস্থান পুরস্কার প্রদান করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যার সমাধান, আর্থিকভাবে স্বনির্ভর হওয়া এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে যারা, সেই পঞ্চায়েতগুলিকে এদিন পুরস্কৃত করা হবে। বিজয়ীরা মূলত বিহার, আসাম, ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেরালার। এর মধ্যে বিহারের মোতীপুর, মহারাষ্ট্রের দাওয়া এস এবং ওড়িশার হাতবাদ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পালন করছেন মহিলারা।
SC/CB/SKD
(Release ID: 2123891)
Visitor Counter : 54