শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিতে লক্ষ্য রাখার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতি কেন্দ্রের বার্তা
प्रविष्टि तिथि:
22 APR 2025 5:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২৫
তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিতে লক্ষ্য রাখার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতি বিশেষ বার্তা দিয়েছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও প্রশাসকদের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেছেন, নিয়োগ কর্তা এবং বিশেষ করে নির্মাণ সংস্থাগুলির কর্ণধারদের এই বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া জরুরি।
কাজের সময় কমানো, পানীয় জলের ব্যবস্থা, কাজের জায়গা ঠাণ্ডা রাখা, বিশ্রামের পরিসরের সংস্থানের পাশাপাশি কর্মী ও শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সম্বন্বয়ের ভিত্তিতে এগোনোর কথাও বলা হয়েছে। নির্মাণ কর্মীদের ও খনি শ্রমিকদের জন্য প্রয়োজনমতো আইস প্যাকের ব্যবস্থা করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
শ্রমিকদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতার প্রসারের কথাও বলেছে মন্ত্রক। এজন্য মন্ত্রকের আওতাধীন বিভিন্ন সংস্থা ও সংগঠনকে (DGLW, CLC, DTNBWED, VVGNLI, DGFASLI, DGMS, ESIC) উদ্যোগী হতে বলা হয়েছে।
এছাড়াও DGLW এবং ESIC-এর অধীনস্থ হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে হিট স্ট্রোক সংক্রান্ত বিশেষ ডেস্ক এবং পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখতে বলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
SC/ AC /AG
(रिलीज़ आईडी: 2123796)
आगंतुक पटल : 28