তথ্যওসম্প্রচারমন্ত্রক
ওয়েভস ২০২৫-এ ভারত প্যাভিলিয়ন
Posted On:
22 APR 2025 6:51PM
|
Location:
PIB Kolkata
মুম্বাই, ২২ এপ্রিল, ২০২৫
মুম্বাইয়ে বসতে চলেছে ওয়েভস ২০২৫(ওয়ার্ল্ড অডিও-ভিজুয়াল অ্যাণ্ড এন্টারটেইনমেন্ট সামিট)-এর আসর। সেখানে কাহিনী বর্ণন বা ‘স্টোরি টেলিং’ –এর ক্ষেত্রে দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে এবং বিনোদনের দুনিয়ায় ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতাকে তুলে ধরতে আয়োজন হবে ভারত প্যাভিলিয়ন-এর।
এই প্যাভিলিয়নের থিম হবে, “কলা টু কোড”। বার্তা দেওয়া হবে, বসুধৈব কুটুম্বকম-এর।
ভারত প্যাভিলিয়নে থাকছে চারটি সুনির্দিষ্ট অঞ্চল বা জোনঃ
• শ্রুতি – এখানে বৈদিক মন্ত্র থেকে শুরু করে লোকগাথা এবং উচ্চাঙ্গ সঙ্গীতের পরম্পরায় মৌখিক ভাষ্যের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে বেতারের দিকটিতেও।
• কৃতী – এখানে লিখিত সাংস্কৃতিক সম্পদ জায়গা পাবে। তুলে ধরা হবে, গুহাচিত্র থেকে শুরু করে মুদ্রণ মাধ্যম, সাহিত্য এবং আধুনিক প্রকাশনা সবকিছুই।
• দৃষ্টি – এখানে থাকছে দৃষ্টিগ্রাহ্য সাংস্কৃতিক সম্পদের সম্ভার। তুলে ধরা হবে প্রাচীন নৃত্যশৈলী, পুতুল নাচ থেকে শুরু করে সিনেমা, টেলিভিশন, ডিজিটাল বিনোদন ইত্যাদি।
• ‘ক্রিয়েটার্স লিপ’ – এখানে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নির্ভর আখ্যান বর্ণন বা স্টোরি টেলিং –এর ভবিষ্যত রূপরেখা জায়গা পাবে।
সেই প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত বিনোদন ও কাহিনী বর্ণনের ক্ষেত্রে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য স্পষ্ট হয়ে উঠবে এই প্যাভিলিয়নে।
একথা বলার অপেক্ষা রাখে না যে অসংখ্য ওটিটি মঞ্চ, প্রযুক্তি ও মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী মানুষ, বিশ্বমানের ভিএফএক্স, গেমিং ও অ্যানিমেশন স্টুডিও, প্রাণবন্ত স্টার্ট আপ বাস্তুতন্ত্র ইত্যাদির কল্যাণে মিডিয়া ও বিনোদন জগতে ভারত এক বিরাট বাজার।
বিনোদন সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত প্রতিভাবান সৃজনশীল ব্যক্তিরা রয়েছেন এই দেশে। ফলে, উদ্ভাবনমূলক বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠছে এই দেশ।
ওয়েভস ২০২৫-এর ভারত প্যাভিলিয়নে প্রাচীনত্ব এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর উদ্ভাবনার সম্মিলন ঘটতে চলেছে।
এই সামাজিক মাধ্যমগুলিকে ফলো করুন
:@PIBMumbai /PIBMumbai /pibmumbai pibmumbai[at]gmail[dot]com /PIBMumbai /pibmumbai
SC/ AC /AG
Release ID:
(Release ID: 2123792)
| Visitor Counter:
15