প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Posted On: 23 APR 2025 2:20AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে ২২ এপ্রিল সৌদি আরব পৌঁছন। জেড্ডায় রয়্যাল প্যালেসে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন। 

ভারত-সৌদি আরব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী যৌথ সভাপতিত্ব করেন। পহেলগাঁও-এ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন সৌদি যুবরাজ এবং নিরীহ মানুষের হত্যার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। দুই নেতাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের অঙ্গীকার করেন। 

শক্তি, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, সংস্কৃতি এবং দু’দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। শক্তি, পেট্রো-রসায়ন, পরিকাঠামো, প্রযুক্তি, ফিনটেক, ডিজিটাল পরিকাঠামো, টেলি-যোগাযোগ, ওষুধ, উৎপাদন এবং স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ভারতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা আগেই ঘোষণা করেছিল। 

ভারত-মধ্যপ্রাচ্য-পূর্ব ইউরোপ আর্থিক করিডর (আইএমইইসি)-এর কাজের অগ্রগতি নিয়ে দুই নেতা মতবিনিময় করেন। এছাড়া, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। দুই নেতাই দুটি মন্ত্রীস্তরীয় কমিটির কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এই কমিটি দুটি হল – (১) রাজনৈতিক, সুরক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা (২) আর্থিক ও বিলগ্নি সংক্রান্ত কমিটি।

স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের সম্প্রসারণ নিয়ে দুই নেতাই সন্তোষ প্রকাশ করেন। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও মন্ত্রীস্তরীয় কমিটি গঠন নিয়ে তাঁরা সহমত হন। মহাকাশ, স্বাস্থ্য, ক্রীড়া (ডোপ বিরোধী) এবং ডাক সংক্রান্ত সহযোগিতার ক্ষেত্রে চারটি দ্বিপাক্ষিক মউ স্বাক্ষরকে তাঁরা স্বাগত জানান। 

সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী।

 

SC/MP/DM


(Release ID: 2123715) Visitor Counter : 7